প্রথমবারের মতো কেক বানিয়ে কী নাম দিলেন সাদিয়া আয়মান?

এর আগে সাদিয়া আয়মান রান্না যে করেননি, তা নয়। তবে এবারই প্রথম বেক করলেন, বানালেন একটা কেক। কেকের একটা নামও দিয়েছেন এই অভিনেত্রী। পয়লাবারেই বেকিংয়ে নিজের প্রতিভায় মুগ্ধ হয়ে স্বপ্ন দেখছেন, একটা ক্যাফে আর রেস্তোরাঁই খুলে বসবেন। গতকাল ২০ জুলাই ফেসবুকে বেকিংয়ের ৭টি ছবি শেয়ার করে সাদিয়া আয়মান লিখেছেন নিজের অভিজ্ঞতার কথা।

‘প্রথম’ যেকোনো কিছুই দারুণ। যেমন আমার প্রথমবার রান্না করার অভিজ্ঞতা। আর এবার, প্রথমবার বেকিং!
ছবি: সাদিয়া আয়মানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে
আমি কখনো রান্নায় ব্যর্থ হইনি। কিন্তু সত্যি বলতে, কখনো ভাবিনি যে কোনোদিন বেক করব। রান্নাঘরে এটা ছিল একমাত্র বিষয়, যেটায় আমার আগ্রহ ছিল না—কখনো চেষ্টা পর্যন্ত করিনি।
তবু মনের ভেতর কোথাও একটা শিখতে চাওয়ার ইচ্ছা ছিল।
ভাবতেই পারিনি, ইনস্টাগ্রামে কয়েকটা রিল দেখেই একদিন কেক বেক করতে বসে যাব! আর মজার ব্যাপার হলো, বেক হয়েছে একদম পারফেক্ট, কেকটা খেতেও দারুণ সুস্বাদু! এই কেকের নাম দিয়েছি ‘BanutsBake’।
আর হ্যাঁ, এখন একটা ক্যাফে আর একটা রেস্তোরাঁ খোলার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি! হা হা হা!
আশা করি, বেকিংয়ে এই যাত্রা চলতেই থাকবে…।
নিজেকে নিয়ে আজ আমি বেশ গর্বিত।