ঢাকার শেরাটনে চলছে সি ফুড উৎসব

বনানীতে অবস্থিত হোটেল শেরাটন ঢাকাতে শুরু হয়েছে সি ফুড ফ্যাস্টিভ্যাল ‘কোস্টাল কার্নিভ্যাল’। এ উৎসব চলবে ১৯ জুলাই পর্যন্ত। আয়োজনের ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন

দেশীয় স্বাদের মাছ, সায়াদিয়া, লবস্টার বিস্কসহ নানান পদের সমাহার
ছবি: সাবিনা ইয়াসমিন
হলুদ–লবণ দিয়ে মাখানো ইলিশ চাওয়ামাত্রই ভেজে দেওয়া হবে
মিনিয়েচার জাহাজে সাজানো সামুদ্রিক মাছ
স্মোকড স্যামন পাওয়া যাবে এখানে
‘কোস্টাল কার্নিভ্যাল’–এ আছে বিখ্যাত মাসেলস
সুস্বাদু জাম্বালায়া রাইস
মজাদার সুশি
মকটেল স্টেশনেও মিলবে নানান পদ
বাহারি সুশির সমাহার