Thank you for trying Sticky AMP!!

বাবাকে নিয়ে লিখুন, পুরস্কার জিতুন

সন্তানেরা কিন্তু গম্ভীর বাবাকেও ঠিকই ভালোবাসে। হয়তো মুখ ফুটে বলতে পারে না। বলতে না পারলে লিখে ফেলুন। ২০ জুন, ২০২১ বাবা দিবস। সেই উপলক্ষে গোদরেজ প্রোটেক্ট ও প্রথম আলো অনলাইন যৌথভাবে আয়োজন করছে ‘বাবা, তোমাকে বলা হয়নি...’ ক্যাম্পেইন। লিখুন ২০০ শব্দের মধ্যে। আর ১৬ জুনের মধ্যে পাঠিয়েদিন এই ঠিকানায়: ayojon@prothomalo.com

হুমায়ূন আহমেদ লিখেছিলেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা একটাও নেই। বাবা মানে বটবৃক্ষ, তিনি একাই একটি প্রতিষ্ঠান। বাবা এমন একজন ব্যক্তি, যিনি যেকোনো পরিস্থিতিতে আগলে রাখেন, ছায়ার মতো পাশে থাকেন, নির্ভরতা দেন। নিজের শত সমস্যা সত্ত্বেও সন্তানদের সুরক্ষিত রাখেন, সন্তানের জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। আপাতগম্ভীর খোলসের আড়ালে থাকে তাঁর অন্য রূপ। বাইরেরটা শক্ত খোলসে আটকে রাখেন আর ভেতরটা নরম নারকেলের মতো।

বাবা সিদ্দিকীর সঙ্গে দুই মেয়ে জাইমা ও জারা

সন্তানের সংকটে তিনি নিভৃতে চোখের জল ফেলেন। আর সামনে দাঁড়ান বর্মের মতো।
করোনাকালেও সন্তানদের জন্য বাবাদের উৎকণ্ঠা অবিকল। সন্তানের জন্য বাবারা নিজ ভয়কে জয় করেছেন। অথচ বাবাদের কখনো বলা হয়ে ওঠে না, ‘বাবা, আমি তোমায় ভালোবাসি।’

সদ্য জন্ম নেওয়া মেয়ে খাই সংগীততারকা বাবা জায়ানের আঙ্গুল ধরে আছে

বাবা যেমনই হোন, তিনি তাঁর সন্তানের কাছে আদর্শ, জীবনযুদ্ধের সত্যিকারের নায়ক। তবে সন্তানেরা কিন্তু গুরুগম্ভীর বাবাকেও বাবাকে ঠিকই ভালোবাসে। হয়তো মুখ ফুটে বলতে পারে না। বলতে না পারলে লিখে ফেলুন। ২০ জুন, ২০২১ বাবা দিবস। সেই উপলক্ষে গোদরেজ প্রোটেক্ট ও প্রথম আলো অনলাইন যৌথভাবে আয়োজন করেছে ‘বাবা, তোমাকে বলা হয়নি...’ ক্যাম্পেইন। ১৬ জুন, ২০২১ এর মধ্যে লিখে পাঠিয়ে দিন বাবাকে নিয়ে আপনার স্মৃতি, অনুভূতি, গল্প। সর্বোচ্চ ২০০ শব্দের ভেতর। এর মধ্যে থেকে সেরা ১০টি লেখা প্রকাশ করা হবে প্রথম আলো অনলাইনে। আর বিজয়ীদের বাবাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

হাসিমুখে পিতাকন্যা

বাবাকে নিয়ে লেখার একটি নমুনা:

আমাদের যত অভাব-অভিযোগ, সুখ-আহ্লাদ, তার বেশির ভাগই বাবার কাছে। তিনি নিরন্তর অনুপ্রেরণার উৎস। তিনিই পথপ্রদর্শক। তাঁর হাত ধরে চেনা হয় পৃথিবীটাকে। বিপদে–আপদে তিনিই সবার আগে আমাকে আগলেছেন, সামলেছেন। যেকোনো মানুষের প্রথম আর সত্যিকারের বন্ধু বাবা। অন্তত আমার ক্ষেত্রে। বাবা আসলে নির্ভরতার প্রতীক। সবাই ছোটবেলায় চায় বাবার মতো হতে। বলা না হলেও মনে মনে তিনিই আমার মহানায়ক, সুপারহিরো। তাই তো ২০ জুন বাবা দিবস উপলক্ষে গোদরেজ প্রোটেক্ট ও প্রথম আলো অনলাইন যৌথভাবে আয়োজন করছে ‘বাবা, তোমাকে বলা হয়নি...’ ক্যাম্পেইন। আমি আমার বাবার, আমার সুপারহিরোর গল্পটা বললাম। আপনিও পাঠিয়ে দিন আপনার বাবার, আপনার সুপারহিরোর গল্পটি আমাদের কাছে।

সন্তানের সঙ্গে বাবা