>

অভিনেত্রী ও মডেল মিথিলা। বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। তাঁর মা শামসুন নাহার রশীদ ঢাকার একটি ইংরেজিমাধ্যম স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক। এবারের দুই প্রজন্মে থাকছে মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. পছন্দের অভিনয়শিল্পী...
মিথিলা: দেশে আমার পছন্দের অভিনয়শিল্পীরা হলেন আবুল হায়াত, মোশাররফ করিম, শর্মিলী আহমেদ, দিলারা জামানসহ আরও অনেকে। আর দেশের বাইরে জনি ডেপ, জুড ল, টম হ্যাঙ্কস, আমির খান, লিওনার্দো ডি ক্যাপ্রিও, জুলিয়া রবার্টস, হেলেন হান্ট।
মা: চঞ্চল চৌধুরী ও মিথিলার অভিনয় খুবই ভালো। তাঁরা তো আমার কাছে সুপারডুপার হিট। অবশ্য একসময় শাবানা, ববিতা, শবনম ও নাদিমের অভিনয় ভালো লাগত।
২. প্রিয় লেখকের প্রিয় বই
মিথিলা: গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড।
মা: একসময় হুমায়ূন আহমেদের বইও ভালো লাগত, জাফর ইকবালের বইও ভালো লাগে। আগেকার দিনে ফাল্গুনী মুখোপাধ্যায়, নীহাররঞ্জন গুপ্তর বইও খুব পড়তাম। তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে।
৩. মন কেড়ে নেওয়া প্রিয় সিনেমা...
মিথিলা: সবচেয়ে ভালো লাগার সিনেমা হচ্ছে ফরেস্ট গাম, ইনসেপশন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, ব্লাড ডায়মন্ড, থ্রি ইডিয়টস, আগুনের পরশমণি ও আয়নাবাজি।
মা: আয়নাবাজি সিনেমা দেখে আমার খুব ভালো লেগেছে। চঞ্চলের মনপুরা সিনেমাটাও ভালো লাগে।
৪. যে ধরনের গান আমার খুব পছন্দ...
মিথিলা: রক মিউজিক আমার খুব পছন্দ। তবে লালন, রবীন্দ্র এবং নজরুলসংগীত খুব পছন্দ।
মা: আধুনিক গান সবচেয়ে বেশি ভালো লাগে। শিল্পীদের মধ্যে আছেন সাবিনা ইয়াসমীন, ভূপেন হাজারিকা, হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে।
৫. পরস্পরের ভালো দিক ও মন্দ দিক নিয়ে বলুন?
মিথিলা: আম্মুর মধ্যে কোনো প্যাঁচ নাই। তাঁর মুখে যা মনেও তা। আবার এটার কারণেই আম্মুকে অনেক সমস্যায় পড়তে হয়। এটাই তাঁর ভালো, এটাই তাঁর মন্দ দিক।
মা: আমার সন্তানের সবচেয়ে ভালো দিক, তারা কখনোই কারও সমালোচনা করে না। সব সময় সবার ইতিবাচক দিকটাই দেখার চেষ্টা করে। নেতিবাচক দিকটা হচ্ছে, মিথিলা কাজের চাপটা বেশি করে নেয়।
৬. শখের বশে যা করতে ভালো লাগে...
মিথিলা: বইপড়া একটা সময় জীবনের অংশ ছিল আর এখন তা শখ হয়ে গেছে। গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে।
মা: গান শোনা আর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া।
৭. অবসর কাটে যেভাবে...
মিথিলা: আমার জীবনে এখন কোনো অবসর নেই। কাজই আমার অবসর, কাজের বাইরে যতটুকু সময় পাই আমার মেয়ের সঙ্গে কাটাই।
মা: গান শুনে, চ্যাটিং করে, আড্ডা।
৮. প্রিয় খাবার...
মিথিলা: আমার কোনো খাদ্যে কোনো অরুচি নেই। সব ধরনের খাবার ভালো লাগে। ভাত দিয়ে ফুলকপি ও আলু ভাজি এবং ঘি দিয়ে দারুণ লাগে।
মা: ভাত, সব ধরনের দেশি মাছ আমার খুব ভালো লাগে।
৯. প্রিয় পোশাক...
মিথিলা: আমি জানি, শাড়ি পরলে আমাকে ভালো দেখায়। তাই শাড়ি আমার খুব প্রিয়। কিন্তু শাড়ি তো সব সময় পরা হয় না। বেশির ভাগ সময় প্যান্ট ও কুর্তি পরতে ভালো লাগে।
মা: শাড়ি ও সালোয়ার কামিজ দুটোই পড়ি। তবে শাড়িতে বেশি ভালো লাগে।
১০. প্রিয় রং...
মিথিলা: কয়েকটা রং আমার খুব পছন্দ। হালকা হলুদ, সাদা-কালো তো আছে।
মা: গোলাপি, আকাশি, লাল।
সাক্ষাৎকার: মনজুর কাদের