অন্তর্জালের দুনিয়ায় ভাইরাল দুই চুমু

কেউ প্রেম করতে যায় রেস্তোরাঁয়, কেউবা কফিশপে। কেউ কেউ ছুটে যায় পাহাড়ে, সমুদ্রে, অরণ্যে। কোনো কোনো জুটির রাস্তার পাশের চা-ডেটেই তুষ্ট। এ দিকে কাইলি জেনার-টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ-বেনি ব্লাঙ্কো জুটি ডেট নাইট কাটাতে গেছেন ৮২তম গোল্ডেন গ্লোবের আসরে। মার্কিন টেলিভিশন দুনিয়ার গুরুত্বপূর্ণ স্বীকৃতির এই আসর থেকে এই দুই জুটির চুমুর ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

সুপারমডেল কাইলি জেনার আর ফরাসি মার্কিন অভিনেতা টিমোথি শ্যালামে দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাছন্দ্যবোধ করেন। তবে এই সম্পর্কের বেলায় শুরু থেকেই দুজনের কেউই রাখেননি কোনো লুকোছাপা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো ২০২৪ সালের ডিসেম্বরে বাগদানের পর এবারই প্রথম দেখা দিলেন জনসম্মুখে।
সেলেনা আর বেনিকে বেশ কয়েকবার দেখা গেছে চুম্বনরত অবস্থায়।
প্রাডার পাউডার ব্লু রঙা সাটিন বলগাউনে সেলেনাকে দেখাচ্ছিল মডার্ন সিনড্রেলার মতো। অন্যদিকে ব্লাঙ্কোর পরনে ছিল উলের সাদা টাক্সিডো। নিচে পরেছিলেন একই রঙের ফুলেল নকশার গেঞ্জি।
বিশ্ব সংগীতের এই দুই তারকার বিয়ের আনুষ্ঠানিকতার সাক্ষী হওয়ার জন্য মুখিয়ে আছে ভক্তরা।
এক বছর ধরে প্রেম করছেন কাইলি আর টিমোথি। এর আগে কাইলি মার্কিন র‍্যাপার ট্রেভিস স্কটের সঙ্গে এক ছাদের নিচে ছিলেন সাত বছর। এক ছেলে ও এক মেয়ের মা কাইলি। ১৯৯৯ সালের ভারসাচের একটি চকচকে রুপালি পিঠখোলা স্লিপ গাউনে লালগালিচায় দেখা দেন কাইলি।
এই জুটিকে বলা হচ্ছে ‘হটেস্ট কাপল অব হলিউড’।
কাইলি ও টিমোথির এই ‘প্রাইভেট ডেট নাইট’–এর ছবি এবারের গোল্ডেন গ্লোব আসরের সবচেয়ে আলোচিত বিষয় বলা চলে।