ক্যাটরিনা নাকি ভিকি, কে প্রথম ভালোবাসি বলেছিলো?
ক্যাটরিনা নাকি ভিকি, কে প্রথম ভালোবাসি বলেছিলো?

আজ ক্যাটরিনা কাইফের বয়স কত হলো, জানেন?

আজ বলিউড তারকা ক্যাটরিনা কাইফের ৪২তম জন্মদিন
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সময়ের সঙ্গে সঙ্গে এই জুটির জনপ্রিয়তা বেড়েই চলেছে
২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন তাঁরা
বিয়ের আগে গোপনে প্রায় দুই বছর প্রেম করেছেন। বিয়ের পরও নিজেদের প্রেমপর্ব ও দাম্পত্যজীবন যথাসম্ভব গোপন রেখেছেন
ভক্তদের প্রশ্ন, কে প্রথম বলেছিল ভালোবাসি? এর উত্তরে ভিকি কৌশল ফিল্ম কম্পানিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সত্যি কথা বলতে, কেউ-ই বলিনি। শুরু থেকেই আমরা এই সম্পর্কের ব্যাপারে নিশ্চিত ছিলাম আর তাই দুজনেই যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে চাইছিলাম।’  
এই প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বলেন, ‘ভিকি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য সুন্দর ঘটনা। যখন আপনি বুঝে যান যে এই মানুষটিই সেই মানুষ, তখন আর কিসের অপেক্ষা?’
এমনকি ভিকি আনুষ্ঠানিকভাবে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাবও দেননি ক্যাটরিনাকে। ভিকি বলেন, ‘পরদিন ছিল আমাদের বিয়ে। প্রি-ওয়েডিংয়ের আনুষ্ঠানিকতার মধ্যে আগের রাতে ক্যাটরিনা মজা করে বলছিল, তুমি তো কোনো দিন বিয়ের প্রস্তাবই দিলে না। তাৎক্ষণিকভাবে আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। স্রেফ মজা করে।’
ভিকি আরও বলেন, ‘আমরা সরাসরি বিয়েটাই সেরে ফেলার জন্য উন্মুখ ছিলাম। এ জন্য আর ঘটা করে বাগদান হয়নি।’
কেবল স্মৃতি হিসেবে রাখার জন্য বিয়ের আগের দিন বিয়ের প্রস্তাব দেওয়ার একটা ফটোশুট করে রেখেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা জানান, বিয়ের পর তিনি জীবনের সেরা সময় কাটাচ্ছেন। ঠিক যেমনটা চেয়েছিলেন।
এর আগে ক্যাটরিনা দুটি হাই প্রোফাইল সম্পর্কে (সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে) ছিলেন। তবে সেখানে অনেক টেনশন, অস্থিরতা আর মানসিক চাপ ছিল
প্রাথমিকভাবে ভিকির অভিনয়প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন ক্যাটরিনা। ‘মনমর্জিয়া’ (২০১৮) সিনেমার ট্রেইলার দেখে প্রথম ভিকিকে চেনেন। ভিকির সম্পর্কে খোঁজখবর নেন। আর ভিকির মনে হয়েছিল, ক্যাটরিনার মতো ‘ডাউন টু আর্থ’ মানুষ খুবই বিরল
দুজনের প্রথম সামনাসামনি দেখা হয়েছিল ২০১৯ সালে, স্ক্রিন অ্যাওয়ার্ডের আয়োজনে। এরপর ২০২০ সালে হোলির পার্টিতে। মূলত সেখান থেকেই দুজনের সম্পর্কের শুরু
দীর্ঘ ক্যারিয়ার পার করে ভাঙা হৃদয় নিয়ে ক্যাটরিনা তখন সম্পর্কে থিতু হতে চাইছিলেন
ভিকির সঙ্গে সম্পর্কের একেবারে শুরু থেকেই বিয়ের পরিকল্পনা শুরু করেছিলেন তিনি। আর সেটা ছিল ভিকির জীবনে অনেকটা স্বপ্নের মতো
বিয়ের আগে বয়সে ছোট ও তুলনামূলকভাবে কম সফল ভিকি বলিউডে পা রাখার আগে থেকেই ছিলেন ক্যাটরিনার ‘ফ্যান বয়’। ক্যাটরিনাকে বিয়ে করা তাঁর জীবনের সবচেয়ে দুঃসাহসী, উচ্চাকাঙ্ক্ষী, স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা
জাতি, ধর্ম, বর্ণ, বয়স, পেশাগত সফলতা বা অর্থনৈতিক স্ট্যাটাসের পার্থক্য—কোনো কিছুই এই দুজনের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি

সূত্র: বলিউড হাঙ্গামা, এনডিটিভি