ঘর সাজানো এখন আর কোনো বিলাসিতা নয়। ‘ইন্টেরিয়র’ এখন যেকোনো সময়ের চেয়ে প্রয়োজনীয় হয়ে উঠেছে মানুষের কাছে। নিজের থাকার জায়গাটুকু সুন্দর করে সাজিয়ে তোলার মধ্য দিয়েই নিজের সামর্থ্য, ব্যক্তিত্ব আর রুচি ফুটে ওঠে। তাই ঘর সাজানোর উপকরণের বাজারও দিন দিন বড় হচ্ছে। তারই এক অনন্য উদাহরণ সাজাও।
২০১৭ সালের কথা। সাজাও ডটকমের এক সদস্য বাজারে গিয়েছিলেন নিজের একটা ছবি ফ্রেম করাতে। কিন্তু বাজারে ফ্রেমিং করানোর দামও বেশি। আবার সার্ভিসও ভালো পাননি। তারপর নিজেরা দু–একজনের সঙ্গে আলাপ করে শুরু করলেন একটা স্টার্টআপ। ফটোফ্রেম বাঁধাই করা দিয়ে সে বছরই তিন সদস্য নিয়ে যাত্রা শুরু করল সাজাও ডটকম। প্রথম এক বছর কেবল ফটোফ্রেম নিয়ে কাজ করেছেন তাঁরা। পরে ক্যানভাস নিয়ে কাজ শুরু করেন। আর চার বছর পর এখন এই কোম্পানির কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০।
সাজাও ডটকমে ঘর সাজানোর নানা উপাদান কম খরচেই পাওয়া যায়। ক্যানভাস ফ্রেম, দেয়ালঘড়ি, ইসলামিক ক্যালিগ্রাফি, উডেন শেল্ফসহ ঘর সাজানোর নানা উপকরণের দেখা মিলবে এখানে। সেগুলো দেখতে চাইলে ঘুরে আসুন সাজাও ডটকমের অনলাইন দোকান থেকে।
ধরে নেওয়া যাক, একটা চেয়ারের বাজার মূল্য তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। সেই একই চেয়ার তাঁরা বিক্রি করেন ২ হাজার ২০০ থেকে থেকে ২ হাজার ২৫০ টাকায়। কেননা, তাঁরা ছোট ছোট উদ্যোক্তাকে যুক্ত করেছেন তাঁদের এই যাত্রায়। মো. শরীফ এর আগেও মার্কেট থেকে অনেক ক্যানভাস কিনেছেন। কিন্তু সাজাওয়ের কম্ব সেটটি হাতে পেয়ে তিনি বলেছেন, ‘আমি গুলশান, নিউমার্কেট, মিরপুরে অনেক ফ্রেমের মার্কেটে গেছি। কিন্তু আপনাদের মতো এই রকম কোয়ালিটির ফ্রেম কোথাও দেখিনি। এইগুলা সম্পূর্ণ ভিন্ন। এখান থেকে পণ্য কিনে খুবই ভালো লেগেছে। একজন সাধারণ ভোক্তা হিসেবে আমি শতভাগ সন্তুষ্ট।’
সাজাও ডটকমের মতে, বাংলাদেশে ই–কমার্সের সবচেয়ে বড় সমস্যা হলো কুরিয়ার। কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে শত সমস্যা সত্ত্বেও মান ধরে রেখে একই গতিতে এগিয়ে চলেছে সাজাও। দেশের মানুষ যাতে এক ছাদের নিচে ঘর সাজানোর সব মানসম্পন্ন জিনিস কম দামে পায়, সেটির লক্ষ্যে কাজ করছে এই কোম্পানি। এই কোম্পানি মনে করে, বাংলাদেশের মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে যেসব খাতে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে, সেগুলোর অন্যতম হলো ঘরের অন্দরসজ্জা। আগামী এক দশকে অন্দরসজ্জার সঙ্গে সম্পর্কিত পণ্যের মার্কেট পোশাকশিল্পকে ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করেন তাঁরা। কোথায় যেতে চায় সাজাও? প্রথম আলোর এই প্রশ্নের উত্তরে সাজাওয়ের সিইও নাসিফ সিদ্দিকী বললেন, ‘সাজাওকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। নিজেদের অন্দরসজ্জার সবচেয়ে বড় মার্কেটপ্লেসে রূপান্তর করাই আমাদের লক্ষ্য, যাতে অন্দরসজ্জা সেক্টরের দেশের ছোট–বড় সব উদ্যোক্তা এই মার্কেটপ্লেসে তাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে।’
১৫-৩১ আগস্ট পর্যন্ত সাজাওয়ে চলছে ফ্ল্যাশ সেল ক্যাম্পেইন। এই ফ্ল্যাশ সেল ক্যাম্পেইনে পাবেন মূল্যছাড়। আগ্রহীরা ঘুরে আসতে পারেন https://shajao.com/ সাইট থেকে।
ছবি: সাজাও