আম্বানি পরিবারের একমাত্র কন্যা ইশা আম্বানির বিয়ের লেহেঙ্গাটিকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে দামি লেহাঙ্গা। এটির দাম ২০১৮ সালেই ছিল ৯০ কোটি রুপি বা বাংলাদেশি অর্থমূল্যে ১১৯ কোটি ৬৩ লাখ টাকা। ইশা আম্বানি আর মাড়োয়াড়ি ব্যবসায়ী পিরামল পরিবারের একমাত্র ছেলে আনন্দ পিরামলের বিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাঁচ বিয়ের একটি। সেই বিয়েতে খরচ হয়েছিল প্রায় ১ হাজার কোটি টাকা। দেখে নেওয়া যাক ৩১ বছর বয়সী ইশার কিছু গ্ল্যামারাস আউটফিট...
