Thank you for trying Sticky AMP!!

মেহেদির সাজে কনে

গাছের পাতা তুলে এনে শিলনোড়ায় বেটে কনের হাতে লাগিয়ে দেওয়ার যুগ আর নেই। যুগ এখন কোন বা টিউব মেহেদির। টিউব মেহেদি দিয়ে নকশা করা সহজ। বিয়ের আগে মেহেদিসন্ধ্যায় একালের কনেরা রাখেন নানা রকম আয়োজন। এদিনের জন্য বিশেষ পোশাক আর থিমও থাকে।

বিয়ের সাজপোশাকে যতই অভিনবত্ব আসুক, মেহেদি ছাড়া কনের সাজ অসম্পূর্ণ। মডেল : নীল, পোশাক : সাফিয়া সাথি, সাজ: পারসোনা
কনেরা লেহেঙ্গা, আনারকলি, গারারা, শারারার মতো পোশাক পরছেন মেহেদির অনুষ্ঠানে। মডেল : নীল, পোশাক : সাফিয়া সাথি, সাজ: পারসোনা
মেহেদিসন্ধ্যায় কনের পোশাকের রঙে প্রাধান্য পাচ্ছে সবুজ। মডেল : নীল, পোশাক : সাফিয়া সাথি, সাজ: পারসোনা
তুলনামূলক হালকা নকশা ব্রাইডাল মেহেদিতে জনপ্রিয়তা পাচ্ছে।মডেল : নীল, পোশাক : সাফিয়া সাথি, সাজ: পারসোনা
মেহেদিরাঙা হাতের জন্যই আজকাল বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় কনের বাড়িতে। মডেল : নীল, পোশাক : সাফিয়া সাথি, সাজ: পারসোনা