গরমে ছেলেদের জন্যও কি আছে আলাদা কোনো ফ্যাশন

গরমে ছেলেদেরও আছে আলাদা ফ্যাশন। ঢিলেঢালা পোশাক, উজ্জ্বল ও হালকা রঙের আরামদায়ক কাপড়, রোদচশমা যার অন্যতম অনুষঙ্গ। এগুলো অনুসরণ করে গরমেও থাকতে পারবেন ফ্যাশনেবল ও সতেজ।

গ্রীষ্মকাল এলেই ছেলেদের মনে করিয়ে দিতে হয় ‘সামার ফ্যাশন’ বলেও একটা কথা আছে। যেখানে ‘গুছিয়ে অগোছালো’ থাকা যায়। ঘরোয়া পোশাকেও বাইরে চলে আসা যায়। তবে সেটা ওই গুছিয়ে অগোছালো থাকার মতো করে আরকি!

সাদা রঙের খাটো প্যান্ট (শর্টস) বা ফুল প্যান্ট, সঙ্গে রঙিন টি-শার্ট—এখন গরমের পোশাক হতে পারে এমনই

গরমকালে সাধারণত আমরা খুঁজে খুঁজে ওয়ার্ডরোবের তলা থেকে ওপরে তুলি ফিনফিনে আর ঢিলেঢালা পোশাক। সারা দুনিয়াতেই এখন সেই ঢিলেঢালা পোশাকের জোয়ার। কয়দিন আগেও যে পোশাক পরলে ‘বাবার পোশাক পরে বেরিয়েছে’ বলে টিপ্পনী শুনতে হতো, চলতি ধারায় সেটাই এখন রমরমা। মানে নিজের মাপের চেয়ে এক সাইজ বড় (ওভার সাইজ) পোশাকই এখন পরতে পারেন অনায়াসে। গরমে পুরুষদের ফ্যাশন নিয়ে ডিজাইনার শাহরুখ আমিনের সঙ্গে কথা বলতে গিয়েও সেই আভাসই পাওয়া গেল। সব ঋতুতেই ফ্যাশনসচেতন এই ডিজাইনার বলেন, ড্রপ শোল্ডারের (ঢোলা কাঁধ) চল এখন। মানে কিছুদিন আগেও যে পোশাক কাঁধের মাপ দিয়ে কেনা হতো, এখন সেটার প্রয়োজন ফুরিয়েছে। এখন পোশাকের কাঁধ নামিয়ে পরাটাই ফ্যাশন। সেই সঙ্গে যেটাই পরা হোক, হতে হবে অনেকটা ঢোলা।

এ ধরনের পোশাকে সারা দিন ঘোরাও যাবে

গরমের ফ্যাশনে আরও একটি বিষয় যোগ হয়েছে। সেটা হচ্ছে বোহো ধারা। হয়তো একটি ক্যাজুয়াল পোশাকেই বাইরে যাচ্ছেন, তবে সঙ্গের বাকি অনুষঙ্গগুলো তাকে এমন একটা লুক দেবে, যেটা দেখতে বোহেমিয়ান। এই যেমন একটা বেসবল ক্যাপ বা পানামা হ্যাট, স্তর করে পরা অলংকার অথবা গলায় বাঁধা স্কার্ফ ইত্যাদি।

এই আবহাওয়ায় রোদচশমা ব্যবহারের বিকল্প নেই

ফ্যাশন হাউস ব্লুচিজের প্রধান পরিচালন কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, বাইরের তাপমাত্রা বেশি থাকলে ঘাম হয়, তাই সুতি পোশাক এই সময়ে আরামদায়ক। লিনেন কাপড়ও খুব দ্রুত ঘাম শুষে নিতে পারে এবং বাতাস চলাচল সহজ করে, তাই গরমের পোশাক হিসেবে লিনেনের চাহিদাও ভালো থাকে। গরমে চল থাকে হালকা রঙের পোশাকের।

লিনেনের শার্টে আরাম পাবেন। পোশাক: ব্লুচিজ

ইউরোপের বিভিন্ন ফ্যাশন শোতেই এবার ফ্যাশনসচেতন কর্মজীবী পুরুষদের গরমের পোশাক হিসেবে সামার ব্লেজার প্রদর্শন করতে দেখা গেছে। দেশি কোনো কোনো ফ্যাশন হাউসেও মিলছে সামার ব্লেজার। সামার ব্লেজারের সঙ্গে থাকছে পান্তালুন। পান্তালুন হচ্ছে বিশেষ একধরনের প্যান্ট, যেটা ষোলো শ শতকে ইতালিতে পরতে দেখা গেছে। এই প্যান্টের অনুপ্রেরণায় বিভিন্ন শতাব্দীতে ফিরে ফিরে এসেছে পান্তালুন। এবার ছেলেদের সামার ফ্যাশনে আবার সেটা দেখা যাচ্ছে। ফজলে রাব্বি জানালেন, লিনেন কাপড়ে সামার ব্লেজারের সঙ্গে এমন প্যান্ট ব্লুচিজে মিলবে।

অতিরিক্ত বড় আকারের শার্ট বা টি-শার্ট যেমন চলছে, তেমনি চলছে ঢিলেঢালা প্যান্ট। কার্গো প্যান্ট, ক্যাজুয়াল ট্রাউজার, চেক প্যান্ট, পান্তালুন ইত্যাদি।

কোন শর্টসের সঙ্গে কোন পোশাক

বাইরে সাধারণ ঘোরাফেরা অথবা বেড়ানোর জন্য এই সময়ে পরতে পারেন খাটো প্যান্ট (শর্টস) আর টি-শার্ট। তবে কোন শর্টসের সঙ্গে ওপরের পোশাকটি কেমন বেছে নিচ্ছেন সেটাও ভাবনায় রাখুন। কারণ, সব শর্টসের সঙ্গে সব ধরনের শার্ট বা টি-শার্ট মানাবে না। ছেলেদের ফ্যাশন ও জীবনযাপন নিয়ে কাজ করা লন্ডনভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর টিম ডিসেন্ট এ বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন—

l আপনার পরনে যদি স্পোর্টস শর্টস থাকে, তাহলে সেটার সঙ্গে শার্ট পরবেন না। বদলে ওভার সাইজ টি-শার্ট আর স্নিকার পরুন।

l চিনো শর্টস বা লিনেন শর্টস পরলে ওপরে একটা সাধারণ টি-শার্ট পরতে পারেন। লিনেন শর্টসের সঙ্গে আপনি যদি একটা হালকা রঙের শার্ট বা স্যান্ডো গেঞ্জি (ট্যাংক টপ) পরেন, সেটাও ভালো দেখাবে। স্যান্ডো গেঞ্জি পরলে গলায় লম্বা করে ঝুলিয়ে রাখা মালা পরতে পারেন।

গরমের জন্য আদর্শ লিনেনে তৈরি সামার ব্লেজার

l চিনো শর্টস ভালো লাগবে স্নিকার, লোফার অথবা স্যান্ডেল দিয়ে পরলে।

রিসোর্ট ওয়্যার (বেড়ানোর পোশাক) হিসেবে ছেলেদের ফ্যাশনে এখন একই কাপড়ের শার্ট ও শর্টস পরার চল দেখা যাচ্ছে। সে ক্ষেত্রে নানা রকম প্রিন্টের প্রচলন বেশি দেখা যাচ্ছে। এই ধরনের শার্টের কাপড়টাও বেশ আরামের।

তবে সব ধরনের পোশাকেই এই সময়ে ভারী ছাপা নকশা এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছেন ফ্যাশন পরামর্শকেরা। এই যেমন অনেক টি-শার্টের ওপরে নানা রকম প্রতিকৃতি বা বিখ্যাত মানুষের মুখের নকশা করা থাকে। যে প্রিন্টের ভেতর দিয়ে সাধারণত বাতাস চলাচল করতে পারে না, তাতে দ্রুত শরীর ঘেমে যায়। তাই টি-শার্ট হলেও এমন প্রিন্ট এড়িয়ে চলতে হবে।

পলো শার্ট এই সময়ে পরতে পারেন শর্টসের সঙ্গে অথবা নরম গ্যাবার্ডিন প্যান্টের সঙ্গে। তবে সেটাও বডি ফিটেড পরা যাবে না, হবে খানিকটা আরামদায়ক ঢিলা গোছের। সারা বিশ্বেই ছেলেদের ফ্যাশনে এবার স্যান্ডেল পরার চল বেড়েছে, সেই সঙ্গে আছে স্নিকার। তবে গত কয়েক বছর যেমন সাদা স্নিকারের একক দাপট চলেছে, এবার সেখানে অন্য রঙের রাজত্ব। সবুজ, লাল, কমলা, টিয়ে, বেগুনি, অ্যাশ ইত্যাদি রঙের স্নিকার পরছেন তরুণেরা।

ছেলেদের পোশাকে প্রাধান্য পাচ্ছে আরামদায়ক কলারের ব্যবহার

বাইরে যাওয়ার আগে আরেকটি জরুরি জিনিস হচ্ছে রোদচশমা। অনুষঙ্গটি চোখের আকার বুঝে বাছাই করুন। বাইরে গেলে এই সময়ে মানিব্যাগ, রোদচশমা, মুঠোফোনের মতো কয়েকটি জরুরি জিনিস নিতেই হবে, তাই পকেট ভারী না করে মেসেঞ্জার ব্যাগে ভরে নিতে পরেন সেসব। ক্রসবডির এই মেসেঞ্জার ব্যাগ আপনার গরমের ফ্যাশনকে আরও এক ধাপ ওপরে তুলে দেবে। সুইমিংপুলের নীল জলে অথবা শহরের পিচঢালা পথে এই গরমেও থাকুন ফ্যাশনেবল ও সতেজ।