মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪

এবারই প্রথম কালো পোশাকে এলেন টয়া

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী মুমতাহিনা টয়ার সাজপোশাক।

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর আসরে অভিনেত্রী মুমতাহিনা টয়া হাজির হলেন কালো স্লিভলেস পোশাকে।
ছবি: অগ্নিলা আহমেদ
টয়া মেরিল-প্রথম আলো পুরস্কারের নিয়মিত মুখ, তবে এর আগে এই আয়োজনে তাঁকে কখনো কালো পোশাকে দেখা যায়নি।
তাই এবার ভেবেচিন্তেই কালো পোশাক বেছে নিয়েছেন তিনি।
তাঁর পোশাক ও অলংকার তৈরি করেছে বাংলাদেশি লাক্সারি ব্র্যান্ড ‘মেহের’। মেকআপও করেছেন মেহের থেকেই।
সাজপোশাকের পেছনে আবহাওয়ার বিষয়টিও মাথায় রেখেছিলেন টয়া।
বলছিলেন, ‘এবার আবহাওয়া বেশ রহস্যময়। কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো থমথমে মেঘলা আকাশ। যে কারণে চুলে লম্বা বেনি করেছি এবার।’