শরতের স্নিগ্ধতায় তটিনী, দেখুন ৮ ছবিতে

দিয়াবাড়ির কাশবন ঢাকায় শরৎ উদ্‌যাপনের এক চমৎকার জায়গা। ২০২২ সালে ‘নকশা’র শরৎসংখ্যার প্রচ্ছদ হতে দিয়াবাড়ির সেই কাশবনেই ছুটে গিয়েছিলেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দেখুন সেই ছবিগুলোর একঝলক।

শরতের কাশফুলের শুভ্রতা দেখে মুগ্ধ তটিনী
ছবি: সুমন ইউসুফ
সাদা–নীল পোশাকে শরৎ উদ্‌যাপন
খোলা চুলে স্নিগ্ধতা ছড়ালেন তটিনী
ছবি তোলার ফাঁকে কাশফুল তুলে নিলেন তটিনী
এভাবেই মিষ্টি হাসিতে ক্যামেরায় ধরা দিলেন তটিনী
শরতের প্রকৃতি, শরতের আবহাওয়া প্রতিটি দিনেই এনে দিতে পারে একটু আনন্দ।
বিস্তীর্ণ কাশফুলের মাঝখানে তটিনী
শাড়িতে শরতের সাজে তটিনী