পূজার সাজে বিদ্যা সিনহা মিম, দেখুন ১০টি ছবি

প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘নকশা’র পূজাসংখ্যায় বেশ কয়েকবার প্রচ্ছদে এসেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। স্বামী সনি পোদ্দারকে নিয়েও প্রথমবারের মতো শুট করেছেন নকশায়। দেখুন সেই ছবিগুলো।

মিরপুরের বেনারসি শাড়ি আর ঐতিহ্যবাহী গয়নায় পূজার সাজে মিম
ছবি: কবির হোসেন
পূজায় ট্রেন্ডি ও ঐতিহ্যবাহী—দুই ধরনের পোশাক পরতেই ভালোবাসেন মিম
ছোট চুলে ভিন্নধর্মী সাজে মিম, পোশাকটি ছিল তসর কাপড়ের, নাকে পরেছেন ছোট্ট নথ
পাশ্চাত্য ঘরানার পোশাকও মানিয়ে যায় পূজার সাজে
গরদের শাড়িতে
বামে সিঁথি করে টান টান খোঁপা বাঁধা চুলে মিম
পূজায় মিমের পছন্দের পোশাক শাড়ি
পূজার রাতে মিমের ফিউশন সাজ
বর সনি পোদ্দারকে নিয়ে প্রথমবারের মতো নকশার পূজার প্রচ্ছদে এসেছিলেন বিদ্যা সিনহা মিম
লাল-সাদা পূজার চিরায়ত রং