প্রথম আলোর ক্রোড়পত্র নকশার জন্য মিথিলার প্রথম ফটোশুটের ৬টি ছবি

২০১৪ সালে প্রথম আলোর ক্রোড়পত্র ‘নকশা’র জন্য প্রথম ফটোশুট করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ তানজিয়া জামান মিথিলা। চলুন দেখে নিই সেসব ছবির একঝলক।

ছবির বিষয়বস্তু ছিল লুঙ্গি চেকের কাপড়
তানজিয়া জামান মিথিলা
মিথিলা পরেছিলেন দেশি শাড়ি
পয়লা বৈশাখের জন্য বিশেষ নকশার শুট ছিল এটি
শুটে মিথিলার সহশিল্পী ছিলেন মডেল ইয়াসির
এক প্যাঁচে শাড়ি পরেছেন মিথিলা
কাপড়ের গয়নায় দেশি সাজে অনন্য মিথিলা