এমা স্টোনের এই পপকর্ন-ড্রেস যেমন স্টাইলিশ, তেমনই ‘হাস্যকর’
জীবনযাপন ডেস্ক
আপনি শেষবার কবে কাউকে লালগালিচায় পপকর্ন খেতে দেখেছেন? আদৌ দেখেছেন কি না, মনে করতে পারছেন না? তবে দেখে নিন।দুটি অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ও প্রযোজক, ৩৬ বছর বয়সী এমা স্টোন জনপ্রিয় মার্কিন লেটনাইট কমেডি টক শো ‘স্যাটারডে নাইট লাইভ’–এর সুবর্ণজয়ন্তীর (৫০তম বার্ষিকী) অনুষ্ঠানে হাজির হলেন ফ্যাশনেবল অথচ ‘ফানি’ এক পোশাকে। অনুষ্ঠানটি ছিল গতকাল ১৬ ফেব্রুয়ারিতে।এমার জীবনসঙ্গী, ৩৯ বছর বয়সী ডেভ ম্যাক্যারি পেশায় কমেডিয়ান, স্যাটারডে নাইট লাইভের লেখক, পরিচালক ও প্রযোজক। এমা উপস্থিত হয়েছিলেন জীবসঙ্গীর হাত ধরে। এ সময় নিজেকে স্টাইলিশ অথচ হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করার কোনো সুযোগ ছাড়েননি এমা।
লুই ভুতোঁর কাস্টমাইজড লাল গাউনটি এ মুহূর্তে ফ্যাশন–দুনিয়ায় বেশ আলোচনার খোরাক জুগিয়েছে।হল্টার নেকের স্লিট লাল গাউনটির ইউএসপি (ইউনিক সেলিং পয়েন্ট) হলো কোমরের দুই পাশে বিশাল বিশাল দুটি পকেট, আর সেই পকেটভর্তি বাটার-পপকর্ন। স্টাইলিশ পোশাকটিকে ‘ফানি’ হিসেবে উপস্থাপন করতে চেষ্টার কোনো কমতি রাখেননি এমা। হাতেও নিয়ে এসেছিলেন এক বাক্স পপকর্ন।অনুষ্ঠানে আসা অনেকেই এমা স্টোনের কাছ থেকে পপকর্ন নিয়ে খেয়েছেন।২১ বার অস্কার মনোনয়ন পাওয়া ৭৫ বছর বয়সী মেরিল স্ট্রিপও পোজ দিয়েছেন এমার সঙ্গে।
পোশাকটির সঙ্গে গয়না বলতে ছিল কানের হুপ রিং আর হাতের আংটি। মেকআপ যেটুকু না হলেই নয়। ছোট ছোট সোনালি চুল কেবল পরিপাটিভাবে আঁচড়ে এসেছিলেন।পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে ছিল লাল লিপস্টিক।অনুষ্ঠানে আসা অতিথিদের অনেকে কেবল পপকর্নই খেয়ে যাননি, এমার সঙ্গে ছবি তুলে ফ্যাশনমুহূর্ত উপভোগ করেছেন।