ভ্রমণ গাইডের কাজে হাতেখড়ি নিলেন এই নারীরা

ভ্রমণ গাইড হতে তিন দিনের প্রশিক্ষণে অংশ নেন ৫০ নারী
ছবি: সংগৃহীত

সবাই তাঁরা নারী। কেউ বিশ্ববিদ্যালয়পড়ুয়া, কেউ সদ্য স্নাতক, কেউবা চাকরিজীবী। সবাই তাঁরা ভ্রমণ গাইড হতে চান। সেই আগ্রহই তাঁদের এক ছাদের তলে জড়ো করেছিল। ১৬ থেকে ১৮ মার্চ রাজধানীর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মিলনায়তনে তিন দিনের প্রশিক্ষণে অংশ নেন ৫০ নারী। প্রশিক্ষণটির যৌথ আয়োজক ছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও নারীদের ভ্রমণ সংগঠন ‘ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অব বাংলাদেশ’।

‘ভ্রমণকন্যা’র সহকারী সাধারণ সম্পাদক মানসুরা হক প্রথম আলোকে বলেন, ‘আয়োজনটা আমরা দ্বিতীয়বারের মতো করেছি। শতাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রশিক্ষণের জন্য এই ৫০ জনকে নির্বাচন করা হয়েছিল। এই প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে নির্বাচিত পাঁচজনকে আমরা ভ্রমণকন্যা টিমে গাইড হিসেবে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ দেব। অন্যরা নিজেদের মতো কাজ করতে পারবে।’

অতিথি ও আয়োজকদের সঙ্গে প্রশিক্ষণার্থীরা

তিন দিনের প্রশিক্ষণটি কয়েকটি পর্বে সাজানো হয়েছিল। ভ্রমণ সমন্বয়কারী হিসেবে যোগাযোগ দক্ষতা, আয়োজন, দলবেঁধে বেড়াতে গিয়ে সংকটময় পরিস্থিতি মোকাবিলাসহ নানা বিষয়ে অভিজ্ঞরা প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণার্থী প্রিয়া সাহা বলছিলেন, ‘আমি ভ্রমণ করতে ভালোবাসি। গাইড হিসেবে কাজের সুযোগ পেলে ঘোরাঘুরির কাজটি আরও সহজ হবে। নিজেকে প্রস্তুত করার জন্য কর্মশালায় গাইডলাইন পেলাম।’

দেশের নারীদের ভ্রমণে আগ্রহী করার পাশাপাশি পর্যটনশিল্পে নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে ভ্রমণকন্যা। ‘ভ্রমণ সমন্বয়কারী’ তৈরির উদ্যোগ নারীদের সংগঠনটির তেমনই এক কর্মসূচি।