Thank you for trying Sticky AMP!!

বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ-বাগানটিতে কত জাতের ফুল আছে জানেন

নাম তার কেউকেনহোফ গার্ডেন। অনেকের কাছে ‘ইউরোপের বাগান’ নামেও পরিচিত। নেদারল্যান্ডসের লিসি শহরে অবস্থিত এই বাগান বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ-বাগান। একটি দাতব্য সংস্থার তত্ত্বাবধানে এ বাগানের গোড়াপত্তন হয় ১৯৪৯ সালে। প্রথম বছর টিউলিপ ফুল প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন কয়েকজন টিউলিপ কন্দ উৎপাদক ও রপ্তানিকারক। আর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ১৯৫০ সালে। এ বছর গত ২১ মার্চ ৭৫তমবারের মতো বাগানটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ৮ সপ্তাহ অর্থাৎ ১২ মে পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে। ৩২ হেক্টর এলাকার কেউকেনহোফ পার্কের বড় অংশজুড়েই টিউলিপ বাগান। এখানে বছরে প্রায় ৮০০ জাতের ৭০ লাখ ফুলের চারা লাগানো হয়।

ছবিতে দেখুন কেউকেনহোফ গার্ডেন:

কেউকেনহোফ গার্ডেনে এ বছর শুরু হয়েছে ৭৫তম টিউলিপ ফুল প্রদর্শনী
নেদারল্যান্ডসের কেউকেনহোফ বাগানের একাংশ
বছরে প্রায় ৮০০ জাতের ৭০ লাখ ফুলের চারা এখানে লাগানো হয়
নানা রংঙের অপরূপ টিউলিপ ফুল
টিউলিপ বাগানেই আছে এই দুর্গ
টিউলিপ ফুল ফোটার মৌসুমে বাগানে প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে
৩২ হেক্টর এলাকার কেউকেনহোফ পার্কের বড় অংশজুড়েই টিউলিপ বাগান
টিউলিপ বাগানটি অনেকের কাছে পরিচিত ‘ইউরোপের বাগান’ নামে
টিউলিপের তখন ভরা যৌবন