শহুরে কোলাহলপূর্ণ জীবন থেকে স্বস্তি পেতে আমরা বারবার সমুদ্রের কাছে ছুটে যাই। নীল সমুদ্রের নোনা পানির ছোঁয়া মানেই প্রশান্তি। বিশ্বজুড়ে সমুদ্রতটের অভাব নেই। প্রতিবছর প্রচুর মানুষের সমাগম হয় এসব সমুদ্রসৈকতে। তবে এমন এক দেশ আছে, একজীবনে যেখানকার সব সমুদ্রসৈকত দেখে আসা দুঃসাধ্যই বটে।

সূত্র: অস্ট্রেলিয়া ডটকম, অস্ট্রেলিয়া স্টেট অব দ্য এনভায়রনমেন্ট