দশমীতে তারার মেলা

আজ দেবী বিদায়ের দিন, বিজয়া দশমী। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। প্রতিবারের মতো এবারও এই উৎসবে তারকারা গায়ে জড়িয়েছেন শাড়ি। সাজপোশাকে সাবেকি ধাঁচ আর ঐতিহ্য প্রাধান্য পেলেও ফিউশনের মধ্যে ঠিকই জায়গা করে নিয়েছে। এবছর বলিউডের অসংখ্য অবাঙালি তারকাকেও দেখা গেছে পূজা উৎসবে যোগ দিতে। একনজরে দেখে নেওয়া যাক পূজায় তারকাদের সাজপোশাক।
দশমীতে লাল শাড়ির বিকল্প পাননি বিদ্যা সিনহা মিমও। চমৎকার এই শাড়িটি নিয়েছেন মসলিন হাউস থেকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
দশমীতে শুভশ্রী
এর আগে সাদা জামদানি, জমকালো লাল ব্লাউজ, সিঁদুর, শাঁখা আর আলতাপরা পূজার ঐতিহ্যবাহী সাজে ঘুরে বেড়িয়েছেন মণ্ডপ আর কাশফুলের বাগানে
জমকালো হলুদ শাড়িতেও পূজার ছবি তুলেছেন জীবনসঙ্গীর সঙ্গে। আর এ কারণেই মিমের জন্য এবারের পূজা একটু বেশিই বিশেষ। কেননা এবারই  তিনি প্রথম শাঁখা–সিঁদুর পরে পূজা করলেন
শেষ দিনে লাল–সাদা লেহেঙ্গায় দেখা দিয়েছেন নুসরাত। ক্যাপশনে লিখেছেন, ‘ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পূজা হলো শেষ, প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির রেশ।’
পূজার প্রতিটি দিনেই সিঁথিতে সিঁদুর দিয়েছেন নুসরাত
শ্রেয়া ঘোষাল পরেছেন চমৎকার একটি কাস্টমাইজড সালোয়ার–কামিজ
মেহের আফরোজ শাওন ধামরাইয়ের একটি মণ্ডপে তুলেছেন এই ছবি
আশনা হাবিব ভাবনা বিজয়াতে পরেছেন হলুদ শাড়ি
মণ্ডপে রণবীর কাপুর, কাজল, রানী মুখার্জি ও আয়ান মুখার্জি
রানী মুখার্জি দেখা দিয়েছেন সোনালি শাড়িতে
পূজায় কাজল ও তানিশা মুখার্জি— দুই বোন