আজ দেবী বিদায়ের দিন, বিজয়া দশমী। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। প্রতিবারের মতো এবারও এই উৎসবে তারকারা গায়ে জড়িয়েছেন শাড়ি। সাজপোশাকে সাবেকি ধাঁচ আর ঐতিহ্য প্রাধান্য পেলেও ফিউশনের মধ্যে ঠিকই জায়গা করে নিয়েছে। এবছর বলিউডের অসংখ্য অবাঙালি তারকাকেও দেখা গেছে পূজা উৎসবে যোগ দিতে। একনজরে দেখে নেওয়া যাক পূজায় তারকাদের সাজপোশাক।
