‘ছুটির দিনে’র বিশেষ সংখ্যায় আপনিও লিখুন

পাঠকের ছুটির দিনে

প্রিয় পাঠক, ৪ নভেম্বর প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর সেদিনেই প্রকাশিত হবে ‘ছুটির দিনে’। বিশেষ এ সংখ্যায় লিখতে পারেন ছুটির দিনের পাতায় পড়া হৃদয় ছুঁয়ে যাওয়া কোনো লেখা নিয়ে, জানাতে পারেন এই ক্রোড়পত্র নিয়ে কোনো মজার ঘটনা। নির্বাচিত লেখা প্রকাশিত হবে।

লেখা পাঠানোর ঠিকানা

প্র ছুটির দিনে, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০-২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

ই-মেইল: chutirdine@prothomalo.com

ফেসবুক পেজ: fb.com/ChutirDine