বাসার ভেতরে গাছ রাখতে অনেকেই পছন্দ করেন। কিন্তু নিয়মিত যত্ন নিতে পারেন না। বিশেষ করে অনেকেরই গাছে পানি দেওয়ার কথা মনে থাকে না। তাহলে লেখাটি আপনার উপকারে আসতে পারে। মনে রাখবেন, গাছে পানি দেওয়া যেমন উপকারী, তেমন অতিরিক্ত পানি গাছের ক্ষতিও করে। অতিরিক্ত পানি দিলে গাছের শিকড় পচে গাছ মারা যেতে পারে। তাই আপনার কাছে যতই পানিবান্ধব বা কম আলোতে বেড়ে ওঠা ইনডোর প্ল্যান্টসই থাকুক না কেন, সেটাতে পানি দেওয়ার নিয়ম জেনে রাখা জরুরি।
১. কঠিন নিয়ম নেমে গাছে পানি দেওয়ার কোনো দরকার নেই। গাছে পানি দেওয়ার ক্ষেত্রে নিউইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের অধ্যপক ক্রিস্টোফার স্যাচ মনে করেন, সপ্তাহে দুবার গাছের গোড়ায় আঙুল দিয়েই বুঝে ফেলা সম্ভব, কখন গাছে পানি দিতে হবে। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে, তখনই গাছে পানি দিন। আঙুল দিয়ে মাটি পরীক্ষার এই কৌশলটি বেশি নির্ভরযোগ্য। বাজারে গাছের মাটি পরীক্ষার যে মিটার পাওয়া যায়, সেটার ওপর নির্ভর না করার পরামর্শ দেন ক্রিস্টোফার স্যাচ।
২. কতটা শুষ্ক হলে পানি দিতে হবে, সেটা কীভাবে বুঝবেন। এটা বোঝার তিনটি কৌশল আছে—ক. ক্যাকটাস বা রসাল গাছপালায় মাটি পুরোপুরি শুকিয়ে গেলে পানি দিন। খ. অ্যান্থরিয়াম, কালাডিয়াম, এলিফ্যান্ট ইয়ার, পাম–ট্রির মতো গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার গাছে পানি দিতে হবে মাটি অর্ধেকটা শুকিয়ে গেলেই। গ. আর ফার্ন বা লতাপাতাওয়ালা গাছে পানি দিতে হবে মাটিতে আর্দ্রতা বুঝে। অনেক লতাপাতা আবার পানিতেই বেঁচে থাকে, সেসব পানি নিয়মিত বদলে দিন।
৩. এক সপ্তাহে ঘন ঘন একাধিকবার পানি দেওয়া ভালো না। তাই গাছে পানি দিতে হবে প্রয়োজন বুঝে।
৪. গাছে পানি দেওয়া যায় নানাভাবে। একটি পাত্রে পানি ভরে সেটা গাছের ওপর দিক থেকে ঢেলে দেওয়ার পদ্ধতিই সবচেয়ে পরিচিত। পানি দেওয়ার ক্ষেত্রে একটি ভুল অনেকেই করেন, সেটা হলো দ্রুত পানি ঢালার পরপরই পানি গড়িয়ে যেতে থাকলে আমরা পানি বন্ধ করে দিই। সেটা না করে গাছে পানি দিতে হবে কিছুটা সময় ধরে। এতে গাছের গোড়ায় পানি পৌঁছানো সহজ হবে। ঘরের গাছগুলোকে সিঙ্কের ভেতরে রেখে পানি দেওয়ার পরামর্শ দেন উদ্ভিদবিদ ক্রিস্টোফার স্যাচ। তবে স্নেক প্ল্যান্ট বা আফ্রিকান ভায়োলেটের মতো প্ল্যান্ট ঘরে থাকলে তাতে ওপর থেকে পানি ঢালবেন না। এসব গাছে ওপর থেকে পানি দিলে গাছ মারা যায় দ্রুত। তাই স্নেক প্ল্যান্টের মতো গাছে পানি দেওয়ার জন্য একটি ট্রে ব্যবহার করতে পারেন। ট্রেতে প্রথমে পানি ঢেলে তার ওপর গাছটি বসিয়ে রাখুন মিনিট দশেক। এরপর তুলে নিন।
৫. গাছে পানি দেওয়ার পর টবের নিচে থাকা প্লেটটিতে পানি জমলে সেটা কিছু সময় পর ফেলে দিন। কারণ, তলানিটা সব সময় ভেজা থাকলে সেটা গাছের জন্য অপকারী হতে পারে।
৬. ওপর থেকে গাছে পানি দেওয়ার সময় পাতা ভেজানোর দরকার নেই। গাছের পাতা সব সময় ভেজা থাকলে পাতায় ছত্রাকের আক্রমণ বাড়তে পারে। এতে গাছের ক্ষতি হবে।
৭. অনেকে গাছে পানি দেওয়ার জন্য বরফের কিউব ব্যবহারের পরামর্শ দেন। তবে এটাও গাছের জন্য খুব বেশি উপকারী না। এতে বেশি ঠান্ডা পানি পেয়ে গাছ আরও দুর্বল হয়ে যেতে পারে। সাধারণ তাপমাত্রার পানিই গাছের জন্য ভালো।
সূত্র: রিডার্স ডাইজেস্ট