Thank you for trying Sticky AMP!!

জয়নুল উৎসবের রং ও হাসি

>ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭০ বছর পূর্তি এবং দেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে। চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে জয়নুল উৎসব। উৎসব উপলক্ষে বসেছে বিভিন্ন শিল্পকর্মের মেলা। দর্শনার্থীরা মেলায় আসছেন, বিভিন্ন স্টল ঘুরে পছন্দের শিল্পকর্ম কিনছেন। দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত নানা পণ্যের পসরা বসেছে উৎসবে। দর্শনার্থীরা কেনাকাটার পাশাপাশি দেশীয় কারুপণ্যের সঙ্গে পরিচিতও হতে পারছেন এই উৎসবের মাধ্যমে। ছবিগুলো শুক্রবারের।
চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকদের আঁকা চিত্রকর্ম পছন্দ করছেন এক দর্শনার্থী।
‘সোপ বাবল’ তৈরির খেলনা বিক্রি করছেন এক ফেরিওয়ালা।
বাহারি রঙের কাঠের ঘোড়া বিক্রি হচ্ছে এক স্টলে।
মেলায় পাওয়া যাচ্ছে নানা পণ্য।
অনেকেই এসেছেন সপরিবারে। ছবিও তুলেছেন তাঁরা।
চারুকলার শিক্ষার্থীদের হাতে তৈরি কারুপণ্যের পসরা।
দেখলে ধাতুর তৈরি মনে হলেও জাহাজগুলো আসলে কাগজের।