Thank you for trying Sticky AMP!!

প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার আজ

আজ ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে বিকেল সাড়ে পাঁচটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জমবে সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মিলনমেলা ও প্রীতিসমাবেশ। এই সমাবেশে ১৪২৫ বাংলা সনে বাংলাদেশে প্রকাশিত বর্ষসেরা বইয়ের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কার। পুরস্কারটি এবার ষোলোতম বছরে পা রাখল।

এবারের ‘প্রথম আলো বর্ষসেরা বই’ হিসেবে পুরস্কার পেয়েছে সৃজনশীল শাখায় শাহাদুজ্জামানের গল্পের বই মামলার সাক্ষী ময়না পাখি এবং মননশীল শাখায় রায়হান রাইনের গবেষণাগ্রন্থ বাংলার দর্শন: প্রাক্-উপনিবেশ পর্ব। দুটি বই-ই প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে।

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সৈয়দ মোহাম্মদ শাহেদ, ভীষ্মদেব চৌধুরী, শাহীন আখতার ও সুমন রহমানের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী সম্প্রতি পুরস্কারের জন্য বই দুটিকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন।

প্রথম আলোর পক্ষ থেকে পুরস্কার বিজয়ী দুই লেখকের প্রত্যেককে আজ আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট, অভিজ্ঞানপত্র ও এক লাখ টাকার চেক দিয়ে
সম্মানিত করা হবে। অনুষ্ঠানে আনন্দের বাড়তি মাত্রা যোগ করবে তাহসিন রেজা ও শারমীন মুস্তাফার কবিতা আবৃত্তি।

অনুষ্ঠানটি সাহিত্যানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে।