উৎসের সন্ধানে: চন্দ্রদ্বীপ, বাকলা, বরিশাললেখক: মো. মোশারফ হোসেনপ্রকাশক: পড়ুয়াদাম: ১৫০ টাকা।সুদূর অতীতের চণ্ডভণ্ডদের ছোট একটি জনপদ নানা যুগে বিবর্তনের পালা চুকিয়ে আজ বরিশাল বিভাগ নামে প্রতিষ্ঠিত। আগে এর পরিচিতি ছিল যেমন—চন্দ্রদ্বীপ, বাকেরগঞ্জ, বাকলা, বেঙ্গালা ও বরিসল্ট নামে। বিবর্তনের এই পালা কেবল নামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এর প্রভাব ছিল সাহিত্য, শিল্প, দর্শন, নৃতত্ত্ব প্রভৃতি ক্ষেত্রেও। তাই বরিশালের ইতিহাসের পরতে পরতে লুকিয়ে আছে বৈচিত্র্য আর রোমাঞ্চ। এই বইতে ইতিহাসের সঙ্গে সঙ্গে উপস্থাপিত হয়েছে দুর্লভ আলোকচিত্র ও মানচিত্র।নির্বাচিত সমকালীন প্রবন্ধ সংকলনসম্পাদনা: আনন্দগোপাল সেনগুপ্তপ্রকাশক: করুণা প্রকাশনী, কলকাতাদাম: ৫০০ টাকা।বাংলা গ্রন্থ মুদ্রণ শুরু হওয়ার দুই দশকের মধ্যেই বাংলা সাময়িকী পত্রিকার প্রকাশ শুরু হয়। ১৯৫৩ সাল থেকে একক চেষ্টায় আনন্দগোপাল সেনগুপ্ত সমকালীন পত্রিকা প্রকাশ করেছেন ৪০ বছর ধরে। বহু প্রবীণ লেখকের রচনা সমকালীন পত্রিকায় ছাপা হয়েছিল। তাঁদের তালিকায় রয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, হেমলতা ঠাকুর, ইন্দিরাদেবী চৌধুরানী, অতুল চন্দ্র গুপ্ত, শিবনারায়ণ রায়সহ আরও অনেক বিশিষ্টজন। তাঁদের সেসব মূল্যবান লেখা পাওয়া যাবে নির্বাচিত সমকালীন প্রবন্ধ সংকলন-এর প্রথম খণ্ডে।‘লেট’স কিল গান্ধী!’লেখক: তুষার এ গান্ধী,প্রকাশক: রূপা ২০০৭দাম: ১৯৯৫ টাকাসদ্য স্বাধীন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি একজন হিন্দু উগ্রবাদীর হাতে খুন হন। তার পর থেকে বহু মিথ্যা সত্য হিসেবে প্রচারিত হয়েছে, সত্য ঘটনার সঙ্গে আধা-সত্যির মিশেল সমগ্র সত্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ‘গান্ধী দেশ ভাগের জন্য দায়ী’; ‘গান্ধী মুসলমানদের সহায় হয়েছেন, হিন্দুদের ত্যাগ করেছেন’; ‘ভারত বাঁচানোর একমাত্র পথ ছিল গান্ধীকে খুন করা’: এসব কথা তখনো ছিল, এখনো আছে। বইটি এতসব গড়বড়ের মধ্যে গান্ধীকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীত‘আসর’বাংলাদেশের তরুণ শ্রোতারা ভালোবাসেন ব্যান্ড সংগীত। বাজারে নতুন ব্যান্ড সংগীতের অ্যালবাম এলেই সেটি সংগ্রহে রাখতে উদগ্রীব থাকেন তাঁরা। সম্প্রতি একাধিক ব্যান্ড মিলে বের করেছে একটি মিশ্র গানের অ্যালবাম। এই নতুন অ্যালবামটির নাম আসর। এটি বাজারে এনেছে গানচিল নামের একটি প্রতিষ্ঠান। এখানে গেয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবি। পাশাপশি অলটারনেশন, ওনড, মাই থার্টি ফাস্ট ডি-মেরিটসহ বেশ কয়েকটি নতুন ব্যান্ডের গান পাওয়া যাবে এ অ্যালবামে। এতে প্রতিটি ব্যান্ডের একটি করে মোট ১৪টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রঅন্য জীবনপরিচালক: শেখ নিয়ামত আলী। ছবিটি ১৯৯৫ সালে পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এটি গ্রামীণ প্রেক্ষাপটে প্রচলিত ভোটের রাজনীতি ও তার প্রভাবে সমাজের পেশাজীবী তাঁতি সম্প্রদায়ের জীবনকে ছিন্নমূল করে ফেলার কাহিনি। পান্তব মিয়া শহরে বসবাসকারী রাজনৈতিক নেতা। ভোটের সময় গ্রামে আসেন। নিজের স্বার্থ উদ্ধারের জন্য তাঁতিদের মিথ্যা আশ্বাস দেন। নির্বাচনে জয়ী হয়ে পান্তব মিয়া তাঁতিদের স্বপ্ন ভেঙে দিয়ে তাঁতের মেশিন বসান। তাঁতিদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।দি নাইট অব ট্রুথপরিচালক: ফানটা রেগিনা নাকরোবুরকিনা ফাসোর ছবি। পশ্চিম আফ্রিকার কল্পিত একদেশ। সরকার ও বিদ্রোহীদের মধ্যে ১০ বছরের দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর ক্ষীণ হলেও শান্তি প্রতিষ্ঠার এক সম্ভাবনা তৈরি হয়। বোনান্দি বিদ্রোহী নেতা কর্নেল থিও এবং নায়েক সরকার প্রধান আলোচনায় সম্মত হলেও সবাই শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয়। শুরু হয় নানামুখী উত্তেজনা। ছবির শুরু এক নৈশভোজ ও উৎসব দিয়ে, কিন্তু গ্রাম্য নির্বোধ হিসেবে টমটোর পরিচিতি থাকলেও শান্তি উদ্যোগকে নস্যাৎ করতে দৃঢ়প্রতিজ্ঞ সে।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।