Thank you for trying Sticky AMP!!

ভাস্কর্যে মানুষ, প্রকৃতি ও বাস্তবতা

>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে চারুকলার ভাস্কর্য বিভাগ। বিভাগের ৫৫ বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভাস্কর্য বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। মানুষ, প্রকৃতি ও বাস্তবতা প্রাধান্য পেয়েছে শিল্পকর্মগুলোতে। ভাস্কর্য ছাড়াও প্রদর্শিত হচ্ছে দৃশ্যশিল্প ও চিত্রকর্ম। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ছবিগুলো শুক্রবারের।

শিল্পী তমাল চন্দ্র দাশের কাঠের তৈরি ভাস্কর্য ‘ইনফিনিটি’
যন্ত্রাংশ দিয়ে তৈরি শিল্পী গোবিন্দ পালের ‘পাখি’
শিল্পী শিমুল কুমার পালের কাঠের তৈরি পোর্ট্রেটটি দেখছেন এক দর্শনার্থী
নৃত্যরত গণেশের ভাস্কর্যটি তৈরি করেছেন অচিন্ত্য সাহা রায়।
অমিয় শংকর দাসের তৈরি ‘ফিগার স্টাডি’ শিরোনামের ভাস্কর্য
গামারি কাঠের তৈরি ভাস্কর্য। শিল্পী মো. জিল্লুর রহমানের এই ভাস্কর্যের শিরোনাম ‘কম্পোজিশন-২ ’।
‘জীবনযাত্রা’ নামের এই ভাস্কর্যটি গড়েছেন মো. বায়েজিদ
‘উপবিষ্ট’ শীর্ষক ভাস্কর্যটি তৈরি করেছেন শিল্পী শিমুল কুমার পাল
উৎপল ভৌমিকের কাঠের ‘কম্পোজিশন’