Thank you for trying Sticky AMP!!

করোনাভাইরাসের কারণে বিক্রি বেড়ে গেল যে বইয়ের

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিক্রি বেড়ে গেছে এন্ড অব দ্য ডেজ: প্রেডিকশন অ্যান্ড প্রোফেসিস অ্যাবাউট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড নামের একটি বইয়ের। এটি লিখেছেন সিলভিয়া ব্রাউনি ও লিন্ডসে হ্যারিসন। ২০০৮ সালে এটি প্রথম প্রকাশিত হয় পেঙ্গুইন পাবলিশিং গ্রুপ থেকে। কিন্তু এত বছর পর হঠাৎ করেই বইটির বিক্রি বেড়ে যাওয়ার কারণ কী? কারণ আর কিছুই নয়, বইটির এক পৃষ্ঠায় বলা হয়েছে যে ২০২০ সাল নাগাদ একধরনের নিউমোনিয়া রোগ সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়বে এবং লাখ লাখ মানুষ মারা যাবে। সম্প্রতি করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, যার ফলে এই বইয়ের বিক্রি বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আমাজন ডটকমের শীর্ষ ১০ বিক্রীত বইয়ের তালিকায় ইতিমধ্যেই উঠে এসেছে এই বই। এ ছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বইটির কিন্ডল ও ই-বুক ভার্সনও বিক্রির শীর্ষে রয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে নিউজউইক। সূত্র: ইনডিপেনডেন্ট