
গওহার নঈম ওয়ারা
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০২১
দাম: ৪৮০ টাকা।
আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটা সর্বাত্মক জনযুদ্ধ। একদল সূর্যসন্তান রণাঙ্গনে যুদ্ধ করেছেন, শেষ পর্যন্ত সফল হয়েছেন। এই সফলতার পেছনে নীরবে নিরলসভাবে কাজ করে গেছেন সমাজের সর্বস্তরের মানুষ। অবরুদ্ধ শহরে, পুড়িয়ে দেওয়া গ্রামে কিংবা শরণার্থীশিবিরের দমবন্ধ কুঠুরিতে, গহিন নদীতে ভেসে থাকা নৌকায় বা সুন্দরবনের জলে-জঙ্গলে কীভাবে বেঁচে ছিলেন তাঁরা, বাঁচিয়ে রেখেছিলেন স্বাধীনতা আর মুক্তির আকাঙ্ক্ষা। এই বইয়ে তাঁদের কথা লেখা হয়েছে তাঁদেরই বয়ানে। একাত্তরকে বুঝতে, একাত্তরের সমাজকে জানতে পড়তে হবে এই বই।
জাহিদ হায়দার
প্রকাশক: সমাবেশ, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০২১
দাম: ৫৫০ টাকা।
স্বাধীনতা–উত্তর বাংলাদেশের প্রথম ১৫ বছর এই উপন্যাসের কালপর্ব। দুর্নীতি, সামরিক শাসনের ক্ষত, ধর্মান্ধতা ও সমাজতান্ত্রিক শাসনের ব্যর্থতা থেকে বাংলাদেশ কবে মুক্তি পাবে, এসবই পরিমিত ভাষ্যে এবং নিগুঢ় চরিত্র চিত্রণে তুলে ধরা হয়েছে এই আখ্যানে। পাশাপাশি এতে প্রস্ফুটিত হয়েছে এক কমরেডের চরিত্র, এ সমাজব্যবস্থায় যিনি পরাজিত।