
সিরাজুল ইসলাম চৌধুরী
বিধবাবিবাহ প্রবর্তন এবং বাংলা গদ্যকে প্রকাশক্ষমতায় ও সাহিত্যিক গুণে সমৃদ্ধ করার ক্ষেত্রেই বিদ্যাসাগর যে প্রধান, এ নিয়ে কোনো সন্দেহ নেই; দুটোই তাঁর অসামান্য কীর্তি, অন্য কারও পক্ষে ওই কাজ করা সম্ভব ছিল না। কিন্তু ওই দুই কাজকে কি পৃথক করা যাবে না? কাজ দুটি একই সূত্রে গ্রথিত। সেই সূত্র হলো সমাজ পরিবর্তন। তাঁর কাজকে সমাজসংস্কার ও সমাজ উন্নয়নও বলা সম্ভব। কিন্তু আসলে কাজটি ছিল সমাজে মৌলিক পরিবর্তন আনার। এসবই আলোচিত হয়েছে এই বইয়ে।
প্রকাশক: সংহতি প্রকাশন, ঢাকা প্রকাশকাল: বইমেলা ২০২১ দাম: ৩২০ টাকা।
শাহদীন মালিক
এই বইয়ে শাহদীন মালিক বেহাল রাজনীতি, গণতন্ত্র, আইনের শাসন সরস ভঙ্গিতে ক্ষুরধার ভাষায় বিশ্লেষণ করেছেন কোনো রাখঢাক না করেই। বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন করতে কুণ্ঠাবোধ করেননি। নির্ভীকভাবে লিখে গেছেন সাধারণ মানুষের অধিকার নিয়ে। আমরা আজও সুস্থ-সবল রাজনীতির হদিস করতে পারিনি। ফলে আমাদের গণতন্ত্র কোনো প্রাতিষ্ঠানিক আদল পায়নি। অবস্থাদৃষ্টে মনে হয়, সে আশা সুদূরপরাহত। ঘুরেফিরে এসব কথা বিবৃত হয়েছে এই বইয়ে।
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা প্রকাশকাল: জুলাই ২০২১ দাম: ৩০০ টাকা।
প্রশান্ত মৃধা
মানুষের মনে শূন্যতার বোধ সৃষ্টি হলে একসময় সে নিজেকে উজাড় করে দেয়। নয়তো সবাই বন্দী থাকে নিজস্ব ঘেরাটোপে—এটিই নির্জন মগ্নতার ধারে উপন্যাসের মূল বিষয়। এই উপাখ্যানে দেশের প্রাচীনতম চা-বাগানের বাংলোয় এক সন্ধ্যায় উপস্থিত হয় কিছু নারী-পুরুষ। তাদের মধ্যে আছে খ্যাতনামা এক সাহিত্যিক, বিশিষ্ট এক গায়িকা এবং অন্য আরেক নারী। আড্ডা-আয়োজনে একসময় শুরু হয় গান। তারপর মানুষগুলো একে একে উন্মোচন করে নিজেদের খোলস।
প্রকাশক: নাগরী, সিলেট প্রকাশকাল: মার্চ ২০২১ দাম: ২৯০ টাকা।