
সম্পাদক: মতিউর রহমান
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: আগস্ট ২০২১
দাম: ২৭০ টাকা।
ষাটের দশকে ছাত্র ও সাংস্কৃতিক আন্দোলন এবং স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের দিনগুলোর সঙ্গে একাত্ম হয়ে আছেন শহীদ সুরকার আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদের একান্ত আপনজনেরা স্মৃতিচারণার পাশাপাশি তাঁকে নিয়ে গভীর বিশ্লেষণ ও মূল্যায়ন করেছেন এ বইয়ে। তাঁর শেষ দিনগুলোর পাশাপাশি ব্যক্তি ও সুরকার আলতাফ মাহমুদকে জানার জন্য এ বই এক অমূল্য সম্পদ।
প্রসূন রহমান
প্রকাশক: চন্দ্রবিন্দু
প্রকাশকাল: আগস্ট ২০২১
দাম: ২৬০ টাকা।
২০১১ সালের ১৩ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা হারিয়ে ফেলেছিলাম চলচ্চিত্রকার তারেক মাসুদকে। নির্মাতা হিসেবে তাঁর জীবন ও কর্ম, চিন্তা ও দর্শন, স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলো নিয়ে গত দশ বছরে এই গ্রন্থের লেখক লিখেছেন বিস্তর। সেখান থেকে নির্বাচিত কিছু লেখা নিয়ে এই বই। এর বাইরে একটি বিশেষ লেখা রয়েছে তারেক মাসুদের সহধর্মিনী ক্যাথরিন মাসুদকে নিয়ে।