বইপত্র 

গণিত শেখার সহজ কৌশল

ছোটবেলার ৯–এর ঘরের নামতার ম্যাজিকের কথা মনে আছে নিশ্চয়ই? প্রথমে শূন্য থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো বসাও, এরপর তার পাশে ৯ থেকে শূন্য পর্যন্ত বসাও। ব্যস! হয়ে গেল ৯-এর নামতা। একটু বড় হওয়ার পর যখন গুণ–ভাগ–সরলের অথই সাগরে পড়লাম, তখন বারবার মনে হয়েছে, এই সব গণিতের কেন ম্যাজিক হয় না?

উত্তর—হয় তো! গণিতেরও যে ম্যাজিক হয়, তা জানতাম না। সম্প্রতি খুঁজে পেয়েছি এমনই এক অসাধারণ বই, সেখানে আছে গণিতের এমন সব মজার ম্যাজিক। নাম ঝটপট গণিত: সহজ কলাকৌশল

বইটি মোট ৩০ দিনের এক পরিকল্পিত গণিত যাত্রা। প্রতিদিন শেখানো হয়েছে দুটি গাণিতিক কৌশল; একদম শূন্য দিয়ে গুণ-ভাগ থেকে শুরু করে ৫১ দিয়ে ভাগ পর্যন্ত। অঙ্ক কষতে কষতে যেন বিরক্ত হয়ে না যাই, এর জন্য বইয়ের ফাঁকে ফাঁকে আছে গণিত নিয়ে অজানা তথ্য, দিনের হিসাব কিংবা ফিফথ রুটের কৌশলের মতো আর্কষণীয় বিষয়।

বইটির সবচেয়ে বড় শক্তি এর ভাষা ও উপস্থাপনভঙ্গি। লেখক কাজী আকাশ, গণিতের ছাত্র হওয়ার জন্যই বোধ হয় গণিতের মতো কঠিন বিষয়কেও গল্পের মতো গুছিয়ে উপস্থাপন করতে পেরেছেন। সত্যি বলতে এই বইয়ে তিনি অঙ্ক শিখিয়েছেন বটে, কিন্তু পাঠ্যবইয়ের মতো নয়, বরং খেলার মতো করে।

বইটির জন্য ব্রাউনি পয়েন্ট হিসেবে কাজ করেছে দিন হিসাবে অনুশীলনী ভাগ করে দেওয়ার বিষয়টি। কোনো দীর্ঘসূত্রতা নেই। প্রতিদিন দুটো কৌশল। মানে দিনে ১৫ মিনিটেই একটি কৌশল আয়ত্ত করা সম্ভব।

সাধারণত অনেকেই নন-ফিকশন বই শুরু করলে শেষ করতে পারে না। কারণ, এর শেষ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা থাকে না। কিন্তু ব্যতিক্রমধর্মী এই বই পাঠক চাইলেই লেখকের সাজানো উপায়ে ৩০ দিনের মধ্যেই শেষ করা সম্ভব। পাশাপাশি বইয়ের প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলন যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পাঠক নিজেই নিজেকে যাচাই করতে পারবেন। এতে পাঠের প্রক্রিয়াটি হয়ে ওঠে অংশগ্রহণমূলক।

বইটির চমৎকার প্রিন্ট ও বিন্যাস বেশ নান্দনিক ও পাঠবান্ধব। বর্ণচিত্র ও সংখ্যার বিন্যাস বিভ্রান্তি তৈরি না করে চোখে আরাম দেয়। তবে বইটির শেষে একটি ‘চ্যালেঞ্জ কর্নারে’র অভাব বোধ করেছি। এ ধরনের একটা অংশ থাকলে বই পড়া শেষে আসলেই কতটুকু শিখলাম এবং পরের লেভেলের গণিতের জন্য প্রস্তুত কি না, তা যাচাই করা যেত। এ ছাড়া গাণিতিক সৌন্দর্যের বিষয়টির সঙ্গে ব্যাখ্যা যুক্ত থাকলে আরও ভালো লাগত।

বইটি শুধুই গাণিতিক কৌশল শেখার গাইডলাইন নয়, বরং এটি আত্মবিশ্বাসী হওয়ার হাতিয়ার। আপনি যদি গণিতে একটু দুর্বল হন, তবে বইটি আপনার সাহস বাড়াতে সাহায্য করবে। আর যদি ভালো হন, তবে বইটি হবে আপনার জন্য আনন্দের।

ঝটপট গণিত: সহজ কলাকৌশল

কাজী আকাশ

প্রকাশক: প্রথমা প্রকাশন

প্রচ্ছদ: উচ্ছ্বাস তৌসিফ

মূল্য: ৩০০ টাকা

পৃষ্ঠা সংখ্যা: ১৪৪

প্রকাশ: নভেম্বর ২০২৪