তোমরা কখনো গল্পের পাহাড় দেখেছ? পাহাড়ের গল্প নয় কিন্তু, গল্পের পাহাড়! গল্পের ওপর গল্প, তার ওপর গল্প, তার ওপর আরও গল্প...গল্পে গল্পে এত বড় একটা গল্পের স্তূপ, যা দেখতে ছোটখাটো একটা পাহাড়ের মতো দেখায়! সে রকম একটা পাহাড় জমে গেছে গোল্লাছুটের আস্তানায়।
গোল্লাছুট ‘এসো গল্প লিখি’ আয়োজন শুরু হয়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে। খবর পেয়ে তোমরাও মহা উৎসাহে গল্প পাঠাতে শুরু করেছ। হাজারো গল্প জমা পড়েছে। প্রতি মাসের শেষ শুক্রবার আমরা তোমাদের লেখা গল্প ছাপছি। আর যাদের গল্প ছাপা হয়েছে, তাদের কাছে পৌঁছে যাচ্ছে উপহার—বই। এখন পর্যন্ত ৩০টি গল্প ছাপা হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত আরও কয়েকটি গল্প ছাপা হবে।
এখানেই কিন্তু শেষ নয়। সেরা গল্পগুলো নিয়ে বই প্রকাশিত হবে প্রথমা প্রকাশন থেকে। আর সেই বইয়ের মোড়ক উন্মোচন হবে ২১ ফেব্রুয়ারি, বর্ণমেলায়। সেখানে সেরা তিন গল্পের লেখকের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার! অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এখন থেকেই তৈরি হয়ে যাও।