পাখি কীভাবে ওড়ে? আকাশে উড়তে ওরা দুটি কাজ করে। প্রথমে বাতাসে গা ভাসায়, তারপর বাতাসে ডানা দিয়ে ধাক্কা দেয়। যখন পাখির ডানার আড়াআড়ি বাতাস দ্রুত বয়ে যায়, তখন ডানার ওপরে ও নিচে বাতাসের চাপে তাতে তারতম্য ঘটে। এর ফলেই ডানা অর্থাৎ পাখি বাতাসে ভাসতে পারে। এবার আসা যাক বাতাসে ধাক্কা দেওয়ার ব্যাপারটিতে। পাখি ডানা ঝাপটে বাতাসে ধাক্কা দিলে ডানার ওপরের দিকে বাতাস আরও দ্রুত গতিতে ছোটে। অর্থাৎ ডানা দুটি নিচের দিকে ঝাপটালে দ্রুত গতির বাতাস পায় ওরা। আর তাতেই আরামসে উড়তে থাকে। এখন ঠিক এই সূত্র খাটিয়েই আমরা কীভাবে কাগজ দিয়ে একটা পাখি বানাতে পারি? এসো, দেখা যাক...

কাগজের পাখি বানাতে লাগবে কাগজ, রং পেনসিল, স্ট্র, কাঁচি, স্বচ্ছ স্কচটেপ, প্লেডো (আটার গুলি হলেও চলবে)। প্রথমে ছবিতে দেখানো নকশার মতো এঁকে নিয়ে ঠিক এভাবেই কাগজ কেটে নাও।
এবার কেটে নেওয়া নকশাওয়ালা কাগজের দুটি অংশ উল্টো করে নাও। নকশা দুটির ঠিক মাঝখানে স্ট্র বসাও। তারপর স্বচ্ছ স্কচটেপ দিয়ে যুক্ত করে নাও। নিচের ছোট অংশটি স্ট্রর একেবারে শেষ প্রান্তে বসাতে হবে।
স্ট্রর একদিকে কাগজ লাগানো হয়েছে। এবার উল্টো দিকেও ঠিক একইরকম নকশা করা ডানা বসাও। ডানা বসানো হলে আগেরটি সঙ্গে স্কচটেপ দিয়ে সেঁটে দাও। মনে রেখো, নকশা তুমি তোমার ইচ্ছেমতো করতে পারো।
পাখির নিচের অংশ বা পুচ্ছের দিকটায় কিন্তু একটু ভিন্ন আকারের নকশাওয়লা কাগজটি লাগাতে হবে। কারণ, ছবিতে দেখতেই পাচ্ছ, পুচ্ছের একপাশ একটু উঁচু হবে। ঠিক প্লেনের মতো। তাই কাগজটি ভাঁজ করে বসাতে হবে।
পাখির ডানা ও পুচ্ছ বসানো হলে এবার আসো পাখির মাথায়। পাখির মাথাটা একটু ভারী হতে হবে। তাই খানিকটা প্লেডো নিয়ে গোল বল বানিয়ে বসিয়ে দিতে হবে স্ট্রর মাথায়। প্লেডোর বদলে আটার গুলি কিংবা চুইংগাম লাগালেও হবে।
হয়ে গেল তো পাখি। এবার ওড়ানোর পালা! স্ট্রটা ধরে ঠিক সামনের দিকে ছুড়ে দাও। তারপর দেখো কী হয়! তবে পাখিটা কিন্তু না–ও উড়তে পারে। না উড়লে বুঝে নেবে কোথাও এক বা একাধিক ঝামেলা আছে। প্রকৌশলীরা এসব ক্ষেত্রে একটা বিষয় মেনে চলেন। সেটা হলো পুনরাবৃত্তি। অর্থাৎ একটা কিছু বানালে ঝামেলা হতেই পারে। তাই আবার নকশা করতে হতে পারে, পরীক্ষা চালাতে হতে পারে এবং আশাবাদী হয়ে আবার একই কাজ করতে হতে পারে। তাই পাখিটা না উড়লে তুমিও আবার সবকিছু ঝালিয়ে দেখো। তোমার পাখিটা কি ওড়ার সময় উল্টে যাচ্ছে? তাহলে পুচ্ছটা হয়তো বাঁকা হয়ে গেছে। দ্বিতীয় সমস্যা হলো, পাখিটা নিচে পড়ে যেতে পারে। এ ক্ষেত্রে প্লেডো বা আটার গুলির পরিমাণ কমিয়ে দাও।