এই পরীক্ষাটি অনেকের কাছে ম্যাজিকের মতো মনে হবে। তোমার স্কুলের বন্ধুদের কিংবা বাসায় কেউ বেড়াতে এলে সহজেই পানির এই ম্যাজিকটা দেখাতে পারো। তবে তার আগে বেশ কয়েকবার অনুশীলন করে নিজেকে প্রস্তুত করে নাও। চলো জেনে নিই এই মজার পরীক্ষা করার পদ্ধতিটা।
যা যা লাগবে:
পানি
একটি গ্লাস
শক্ত কাগজ বা কার্ড পেপার
যেভাবে করবে
একটি গ্লাস সম্পূর্ণ পানি ভর্তি করো। এবার গ্লাসের মুখে কার্ড পেপারটি রেখে হাত দিয়ে গ্লাসের মুখটি আলতো করে চেপে ধরো। লক্ষ রাখবে, কার্ড পেপারটি এবং গ্লাসের মুখের মাঝে যেন কোনো ফাঁকা স্থান না থাকে। এবার হাত চেপে রাখা অবস্থায় গ্লাসটি উল্টিয়ে দাও। তোমার হাতটি ধীরে ধীরে সরিয়ে নাও।
যা ঘটল
গ্লাস ওল্টালেও পানি আটকে রয়েছে গ্লাসের ভেতর। কার্ড পেপারটিও গ্লাসের মুখে আটকে রয়েছে পানির সঙ্গে। ব্যাপারটা মজার না? তাহলে শোনো এই আটকে থাকার কারণ। গ্লাসের মুখে কার্ডটি চেপে থাকার ফলে গ্লাসের ভেতর বায়ু প্রবেশের কোনো পথ নেই। বাইরের বাতাসের চাপেই কার্ড পেপারটি এবং গ্লাসের ভেতরে পানি আটকে থাকবে।
প্লানেট সায়েন্স অবলম্বনে সাজিদুল হক