ধাঁধার উত্তরে লিখতে হবে ফলের নাম। দেখো তো পারো কি না!

১.
রাজ্য এবং দাপট আছে
নেই তো কেবল রানি
ফলের রাজার সুনাম অনেক
নামটি কি তার জানি?
২.
তেল মাখে কেউ গোঁফ-দাড়িতে
ঝুলতে দেখে গাছে
ওজনদার এই ফলের নামটি
তোমার জানা আছে?
৩.
মুখে দিলে জিব হবে—কালো
মুখে দিলে মন হবে—ভালো!
টোনা বলে, ‘ওগো মোর—টুনি,
ফলটার নাম বলো—শুনি।’
৪.
‘বাবুদের তালপুকুরের’ পাশে
যদি যাও বোশেখ-জ্যৈষ্ঠ মাসে
পাবে সেই ফলভর্তি গাছ
নাম এবার করো দেখি আঁচ!
৫.
ঢোলেও আছে বোলেও আছে
নাচেও আছে গাছেও আছে!
কে সে?
জবাবটা দাও খেলে এবং হেসে!
৬.
ভিমরুল তার জাতভাই?
উঁহু, নেই তার হুল-দাঁত ভাই!
পাকা জাম তার জাতভাই?
না না, ভেবে দেখো দিন-রাত ভাই!
ফলটার নাম পাবে শেষমেশ
আরে আরে পেয়ে গেছো! বেশ বেশ!
ধাঁধার উত্তর
১. আম, ২. কাঁঠাল, ৩. জাম
৪. লিচু, ৫. তাল, ৬. জামরুল