Thank you for trying Sticky AMP!!

গল্প বিক্রেতা জর্জ আর আর মার্টিন

জর্জ আর আর মার্টিন

আ সং অব আইস অ্যান্ড ফায়ার লিখে দুনিয়াব্যাপী খ্যাতি অর্জন করেন জর্জ আর আর মার্টিন। আর জনপ্রিয়তার শিখরে যখন ওঠেন, তখন তাঁর এই উপন্যাস অবলম্বনে এইচবিও নির্মিত টিভি সিরিজ গেইম অব থ্রোন্স প্রচারিত হয়। তবে কেবল এক উপন্যাস থেকেই মিলিয়ন মিলিয়ন ডলার আয় করা এই মার্কিন ঔপন্যাসিকের লেখকজীবন শুরু হয়ছিল মাত্র এক পয়সায় (সেন্টে) গল্প বিক্রি করে। 

মার্টিন বড় হন নিউ জার্সির বেয়নে। কিন্তু সেখানে শিশু জর্জের মন বসত না। তাঁদের পরিবারও ছিল দরিদ্র। তিনি তাই শিশু অবস্থাতেই স্বপ্ন দেখা শুরু করেন অর্থ উপার্জন করে দূরে কোথাও পালিয়ে যাওয়ার। সেই চেষ্টার অংশ হিসেবে শুরু করেন ছোট ছোট গল্প লেখা। দৈত্য, দানব নিয়ে রচিত একেকটা গল্প স্কুলের সহপাঠী আর প্রতিবেশীদের কাছে এক পয়সা করে বিক্রি করতে শুরু করেন। সেই সব গল্প বেশ জনপ্রিয়ও হয়ে ওঠে আশপাশের এলাকায়। কিন্তু অল্প কিছুদিন পরই তাঁর এই গল্প বিক্রি বন্ধ হয়ে যায়। অনেক শিশু ক্রেতা ও পাঠক গল্পগুলো পড়ে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখা শুরু করেন। একপর্যায়ে শক্ত অভিযোগ আসতে শুরু করে জর্জের মায়ের কাছে।

সূত্র: মেন্টাল ফ্লস


গ্রন্থনা: আবদুল্লাহ আল মুক্তাদির