একটা কবিতা

একটা কবিতা

আশপাশে ঘুরছে, হাঁটছে

মাঝেমধ্যে গুনগুন করছে!

নিজে থেকে গিয়ে আলাপ করলে

কেমন দেখায় এই ভেবে

চুপই রইলাম!

কারণ পূর্বপুরুষদের অভিজ্ঞতা থেকে জেনেছি

কাছে গেলে কবিতারা দুর্বোধ্য হয়ে যায়!