ছড়া

বরইগাছে চড়ইছানা

বরইগাছে চড়ইছানা
ফুরুৎ ফারুৎ তানাবানা
মজার মজার কত্ত খানা
যত্ত খুশি গানটি গা না
চিকন সুরে চিঁ চিঁ।

পেটটি পুরে বরই খাবে
গায়ে অনেক শক্তি পাবে
চাঁদের দেশে উড়েই যাবে
ফলটি কামড় দিয়ে ভাবে
শক্ত কেন বিচি?

খুব হয়েছে বরই খাওয়া
পুকুর জলে হাপুস নাওয়া
কিন্তু হঠাৎ উল্টো হাওয়া
পেটে মোচড় লাগবে দাওয়া
অতিভোজন ছি ছি!

মা পাখি কয় আয় না কাছে
তেতো ওষুধ ঝুলছে গাছে
চড়ইছানার লেজটি নাচে
বলে, শরীর সুস্থ আছে
অসুখ মিছামিছি!