Thank you for trying Sticky AMP!!

ঈশপ

গ্রামে ডাকাত পড়লে লোকেরা জেগে ওঠে,

ঘরের আলো জ্বালিয়ে দেয়;

উলুধ্বনি আর আজানও যুগপৎ শোনা যায়

কোনো কোনো জনপদে

প্রতিরোধস্পৃহা মানুষ পেয়েছে জন্মের আগেই।

—এই অপার বিজ্ঞান তাকে মর্মপীড়িত করে।

যদিও প্রাণভয়ে সে নিজের হত্যাকারীর নাম
মুখে আনে না,

অথচ সে ভুলে যায়নি, বৃষ্টিতে ভেজার অবসরে প্রকাশ করে দেয়া ব্যাঙের সত্য উচ্চারণ!

গল্পের ভেতর প্রবঞ্চিতের নামে বিবৃত করে

আপন রক্তের দেনা।

আমিও তাদের উত্তর পুরুষ?

দর্জিবালক নই,

তবু স্বপ্নে নিজের ঠোঁট সেলাই করে বাঁচি!