অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবিতা

জোকার

একদিন জোকারের মতো হাসাব সবাইকে

হাসতে হাসতে ঢলে পড়ব এর–ওর গায়

যেন মানুষেরা আঙুল থেকে আঙুলে
          টোকা খাওয়া মার্বেল।

তারপর ক্যানভাসারের মতো প্রচার করব

কীভাবে দুঃখ ভোগায় কিন্তু ভাঙে না।