<p>একদিন জোকারের মতো হাসাব সবাইকে</p><p>হাসতে হাসতে ঢলে পড়ব এর–ওর গায়</p><p>যেন মানুষেরা আঙুল থেকে আঙুলে <br> টোকা খাওয়া মার্বেল।</p> <p>তারপর ক্যানভাসারের মতো প্রচার করব</p><p>কীভাবে দুঃখ ভোগায় কিন্তু ভাঙে না।</p>
<p>একদিন জোকারের মতো হাসাব সবাইকে</p><p>হাসতে হাসতে ঢলে পড়ব এর–ওর গায়</p><p>যেন মানুষেরা আঙুল থেকে আঙুলে <br> টোকা খাওয়া মার্বেল।</p> <p>তারপর ক্যানভাসারের মতো প্রচার করব</p><p>কীভাবে দুঃখ ভোগায় কিন্তু ভাঙে না।</p>