মেথিকান্দা মেমোরিয়াল
দ্য অ্যাটাক অব সেভেনটি ওয়ান
দ্য ডার্ক ভিলেজ
তরঙ্গে ভেসে আসে অবিরাম
খবরের লাল চোখ, ধ্বংসের হাতছানি
সময়ের ধোলাইখানায় রক্তাভ তরমুজ সময়
সাবানের ফেনার মতো বৃদ্ধি পায়
স্বাধীনতার গর্জনের মাঝে
ছুটছে আমার কালো কৈশোর,
যুদ্ধের গন্ধ শোঁকে আমার আক্রান্ত শৈশব।
বুকে বসে মাংস ঠোকরাচ্ছে কাক।
মেথিকান্দা মেমোরিয়াল সেভেনটি ওয়ান।