অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবিতা

তামিশকির

সামনে রয়েছে পড়ে

এক মজা পুষ্করিণী,

খাড়া আর লীলাময় পর্বতের নিচে;

তার ঠায়স্থির পানি

মেঘবিদ্বেষে

আরও কালো, আরও ছায়াময়

ধূলিজলে দাঁড়াখুঁটি খেলতে খেলতে 

কর্দমাক্ত গা ধুতে এসে এক আলাভোলা কিশোর

এই ঝুরা মাটির পাশে

মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে

তার মনে

গাঢ় কৃষ্ণমেঘে ঢাকা এক অন্ধকার যুগ