অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

কবিতা

সম্পূর্ণ কাল্পনিক

যদি কেউ উদাস হয়ে বলে, ভালো নেই
যদি মন খারাপ করে কেউ বলে, খুব আশাহীন লাগে
শুনে হুক্কা হুয়া ডেকে ওঠার প্রচুর শিয়াল আছে জঙ্গলে
আরও মন খারাপ, আরও হতাশ বোধ হয়
মানুষের এমন পীড়নে শিয়ালেরা কেন খুশি হচ্ছে
কেন জঙ্গলের শিয়ালের হাতে মানুষ দেখার দুরবিন

যদি মানুষ ভাবে, জঙ্গলটাও এ দেশের অংশ
তাহলে শিয়ালেরাও দেশবাসী
প্রাণে–মনে গভীর উদ্বেগ, দেশবাসীর দুঃখ–হতাশায়
দেশবাসীরা একযোগে কেন করে হুক্কা হুয়া উল্লাস!