হোমারের সময় কি এত গরম ছিল?
আমি ভাবি
একিলিস কি যুদ্ধের চেয়েও ঘামের সঙ্গে বেশি লড়ছিল?
ট্রয়ের প্রাচীরে উঠতে গিয়ে কি সে বলেছিল
‘সূর্য থেমে থাকো, আমি একটু বিশ্রাম নিই!’
আমার রুমে সূর্য থামে না,
পাখা চলে, তবে শব্দ ছাড়া কিছু আসে না।
আমি একটি মহাকাব্য লিখতে বসি,
যেখানে যুদ্ধ নেই, আছে শুধু বৈদ্যুতিক লোডশেডিং।