অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

কবিতা

তুমি কে, সে কে

প্রতিদিন যার মুক্তির জন্য যুদ্ধ

তার পিঠে চাপায়ে দিচ্ছ

                     ইতিহাসের পিরামিড

তাকে শোনাচ্ছ স্বাধীনতার গান!

তাহলে তুমি কে আর সে কে?

প্রতিদিন যার ঘামেই গোসল হয়

প্রতিদিনই যার রক্তাক্ত শ্রাবণ—

তাকেও শোনাবে তুমি অভ্যুত্থানের মহিমা!

তাহলে তুমি কে আর সে কে?

প্রতিদিন যে মরতে মরতে বেঁচে থাকে

তার ভাঙাচোরা ছোট্ট ঘরটিকে তুমি

                     শহীদের কবর বলে স্বীকৃতি দেবে না?

তাহলে তুমি কে আর সে কে?