এ কী রকম খরা! মধ্যরাত থেকে উড়ছে ধূলি
ভোরে মরে থাকে বিগত বর্ষার ফুলগুলি
রাতে কেউ এসেছিল, এ সময় কারা আসে
রোজ রাতে কেউ, বাতাসে আকালের গন্ধ ভাসে
রাতভর থেমে থেমে দরজায় টোকা
স্বপ্নে থাকি বিভোর, ফোটাই ফুলথোকা
বারান্দায় ওলাদেবীর ছেনালি, গুহাঘরে মৃত্যুহিম
মড়কের মানচিত্র বাছছে না রাম ও রহিম।
কালবৈশাখীর ঝড়ে ছিঁড়ে–ফেঁসে উড়ে যায়
দৈত্য-দানো–ডাকিনীরা, থাকি সে আশায়।
বনবাসে আঁকি শিশুসদনের ছবি
জানি এত সব রেখা-রং মুছে যাবে সবই।
কত না স্বপ্ন, বহিবে নির্মল হাওয়া
তারপর দলেবলে হইহল্লায় সমুদ্রস্নানে যাওয়া
হায় রে, লু হাওয়ায় স্মৃতিভ্রংশ, ধু ধু চারপাশ
ভুলে থাকি চৈত্র মাস, তবুও ছাড়ে না সর্বনাশ।