ভাবছ প্রেমের গান; হাওয়ায় উড়ছে কেবলই ছেঁড়া স্বরলিপি, ধূলির পয়ারে লেখা হচ্ছে যত ভুলের আখ্যান!
হালকা পাখির বুক; উড়ে আসা রতির পালক—দূরের কিন্নরী সুরে ভুলে যাওয়া কার যেন মুখ!
বাজছে প্রেমের সুর; উড়ে যাচ্ছে দিকশূন্যপুর, প্রেম মিইয়ে গেলে সবই তো মায়া—সোনালি কর্পূর!