কবিতা

ডোরাকাটা তিরন্দাজ মাছ

তোমাকে হৃদয়ে রেখে নিজেকে ভুলে যাই।

কে ছিলাম আমি? সাপের খাঁচায় ব্যাঙ, আর

বাঘের খাঁচায় পুষি—চঞ্চলা হরিণ-মন আমার।

যে ছিল আমার কাতিল, তাকে সম্বোধন করি—

প্রিয়তমা। ম্যাপলবন দেখা হলো সহসা।

তখন ঋতু হেমন্ত। তোমার শরীরে ফুটে আছে

হলুদ সুষমা। ভিনদেশি হাওয়া ছুঁয়ে যায় তোমার

মুখশ্রী। মনে পড়ে, একটি তিলের অবস্থান শনাক্ত

করতে ডুবুরি সেজেছিলাম। তোমাকে ভালোবেসে

বরবাদ হই, পথ হারিয়ে ফেলি। ডোরাকাটা তিরন্দাজ

মাছের জলে পিচকিরি ছুড়ে পোকা শিকারদৃশ্য দেখি।

জানি, তোমার হাতে শিকার হয়ে গেছি—বড়শির

টোপ গিলে ফেলা মাছের মতো; আমারও

হয়েছে করুণ দশা।