
যে বাঁশি বেজেছে রাতে
এই ভোরে তার রেশ জেগে আছে চোখে
হয়তো চাওনি তুমি, যেভাবেই হোক
তোমাকে তা নিয়ে গেছে আরাধ্য অরণ্যে
যদি বলি, এ বিষয়ে অন্য কিছু ভাবো—
তোমাকে তোমার কাছে থাকতে দাও নিবিড়
নিঃসঙ্গতা সয়ে যাক আরও কিছু আনন্দের রাত
আমি তো জানিই বন্ধু, সজ্ঞানে ভুলে থাকো কত কিছু
গোপন ইচ্ছের সাথে কেন যে যুক্ত করো অনুপম অজুহাত
এখানে বাতাস বুঝি ঘুমিয়ে আছে
নিঃশব্দ আর্তনাদ আগলে আছে দরজার কপাট
আমি যে তোমার কাছে যাব, যেতেই তো চাই
সম্মতি দাও যদি ইশারায়ও, দেখো
শিশুতোষ আতিশয্যে দু’কদম এগিয়ে রেখেছি পা