কবিতা

নীরব ঝংকার শুনি

যেহেতু রোদের শেষে দেখি নাই 

প্রত্যাশিত বৃষ্টির ঝলক

আর কত নিরপেক্ষ থাকা

তুমুল আহত করে দূরান্বয়ী দৃষ্টির ফলক

ক্ষয়ের ভুবনে আর কতটুকু ন্যায্য ভালো রাখা।

ক্রিয়াশীল মধুমেহ ঘাই মারে চোখের জ্যোতিতে

অভিযোগ মানে না ছলনা

মেতে থাকি সুনিবিড় ঝগড়া ও গীতে

অবিনাশী কাল থেকে জেনে গেছি

দুচোখের জল থাকে চিরকাল নোনা।

বাষ্প উড়ে যায় দেখি বায়ু হয়ে দূরে

ঊর্ধ্বমুখে খোঁজে স্নিগ্ধ মেঘের কিনার

সকল ক্লান্তি ঝেড়ে সমবেত

গেয়ে উঠি অবিকল্প সুরে

নীরব ঝংকার শুনি বিস্রস্ত বীণার