<p>পাগলাটে একটা স্বপ্ন আছে আমার!</p><p>এই পৃথিবীর বুকে একদিন,</p><p>সমগ্র জমিন হবে মানচিত্রহীন</p><p>এবং শাসকবিহীন!</p><p>মানুষ হবে পরম মানবিক।</p>.<p>এই শতকে অথবা পরে</p><p>গ্রহে গ্রহে যখন সভ্যতা হবে</p><p>স্বপ্ন আমার হবেই হবে সঠিক!</p>
<p>পাগলাটে একটা স্বপ্ন আছে আমার!</p><p>এই পৃথিবীর বুকে একদিন,</p><p>সমগ্র জমিন হবে মানচিত্রহীন</p><p>এবং শাসকবিহীন!</p><p>মানুষ হবে পরম মানবিক।</p>.<p>এই শতকে অথবা পরে</p><p>গ্রহে গ্রহে যখন সভ্যতা হবে</p><p>স্বপ্ন আমার হবেই হবে সঠিক!</p>